অবশেষে সেন্সর ছাড়পত্র পেল ‘মুখ ও মুখোশ’

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রায় দশ মাস আটকে থাকার পর মঙ্গলবার সেন্সর ছাড়পত্র পেয়েছে নির্মাতা গোলাম মোস্তফা শিমুলের চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2018, 12:40 PM
Updated : 14 March 2018, 12:40 PM

বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন।

তিনি জানান, ছবিটির বেশ কিছু সংলাপে ধর্মীয় বিষয় আসায় ছবিটির সেন্সর ছাড়পত্র দেয়নি বোর্ড। পরে আপিল বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি। দু’একদিনের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। 

ছবির নির্মাতা জানিয়েছেন, শিগগির দিনক্ষণ দেখে ছবিটি মুক্তি দেওয়া হবে।

ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন কাজী রাজু, নাফিসা চৌধুরী নাফা ও দীপান্বিতা হালদার।

ছবির গল্পে দেখা যাবে, শ্রমিক আন্দোলকে ঘিরে পরিচয় হয় রাজু ও নাফার। এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। বিবাহিত নাফা রাজুর পাশাপাশি তার স্বামীকেও ভালবাসেন।

মাঝখানে আবির্ভাব ঘটে দীপান্বিতা হালদারের; যার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রাজুর। ত্রিমুখী প্রেম ও রাজনীতিকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ছবিটি।

তারা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কামাল আহমেদ, খায়রুল আলম সবুজ, আমিরুল ইসলাম অরূণ, শহীদ কাদরী ও মঞ্জুরুল আলম পান্না।

১৯৫৬ সালে মুক্তি প্রাপ্ত আব্দুল জব্বার খান নির্মিত বাংলাদেশর প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর নামের সঙ্গে মিল থাকলেও ছবিটির কাহিনি আলাদা বলে জানান নির্মাতা।

এর আগে গোলাম মোস্তফা শিমুল ‘অনুক্রোশ’ ও ‘হরিযুপীয়া’ নামে আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।