কাজী হায়াতের হৃৎপিণ্ডে সফল অস্ত্রোপচার

উন্নত চিকিৎসার জন্য ৬ মার্চ নিউইয়র্ক যান তিনি। সেখানেই সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে তার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2018, 02:23 PM
Updated : 13 March 2018, 03:33 PM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত। তার সঙ্গে সেখানে অবস্থান করছেন পুত্র কাজী মারুফ।

মঙ্গলবার সেখান থেকে সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে পিতার শারীরিক অবস্থা সম্পর্কে ভক্তদের অবগত করেন তিনি।

মারুফ জানান, সম্প্রতি ডা. শর্মার তত্বাবধায়নে কাজী হায়াতের হৃৎপিণ্ডের ধমনিতে অস্ত্রোপচার করা হয়েছে। সফলভাবে তার এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিন ধরেই হৃদ্‌রোগে ভুগছেন কাজী হায়াত। ২০০৪ সালে তার হৃৎপিণ্ডের রক্তনালিতে দুটি রিং বসানো হয়েছিল।

এরপর ২০০৫ সালে তার বাইপাস অস্ত্রোপচার করা হয়। এবার এনজিওপ্লাস্টি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে ৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্ক যান তিনি।

কাজী হায়াৎ হৃদ্‌রোগের উন্নত চিকিৎসার জন্য এ বছর জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান পান তিনি।