শিপন-প্রভার ‘ও আমার দেশের মাটি’

স্বাধীনতার মাসেই প্রচারিত হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক টেলিফিল্ম ‘ও আমার দেশের মাটি’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2018, 12:17 PM
Updated : 13 March 2018, 12:17 PM

ফারিয়া হোসেনের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ও আমার দেশের মাটি’। নাটকে জুটি বেঁধেছেন চিত্রনায়ক শিপন ও অভিনেত্রী প্রভা। নাটকে এই সময়ের ও ১৯৭১ এর দুই তরুণ-তরুণী হিসেবে দেখা যাবে তাদের।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী গ্লিটজকে বলেন, “নাটকটি স্বাধীনতার মাস উপলক্ষে নির্মিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এগিয়েছে নাটকটির গল্প। যে যুদ্ধ এখনও শেষ হয়নি। সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে তা দেখানোর চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “এ নাটকের মধ্য দিয়ে চিত্রনায়ক শিপন দ্বিতীয়বারের মতো ছোটপর্দায় মুখ দেখাবেন। প্রভাসহ অন্যরাও খুব ভালো অভিনয় করেছে। আশা করছি নাটকটি সবার চেতনায় একটু হলেও নাড়া দেবে।”

গতবছর ডিসেম্বরে রাজধানীর উত্তরা ও পূবাইলে নাটকটির চিত্রধারণ করা হয়। এতে প্রভা শিপন ছাড়াও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, আজম খান, আবুল কাশেম প্রমুখ।

জারা নিবেদিত টেলিফিল্মটি আগামীকাল ১৪ মার্চ চ্যানেল আই তে দুপুর ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে।