তারকা বহুল ধারাবাহিক ‘মেঘে ঢাকা শহর’

এটিএন বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2018, 09:10 AM
Updated : 12 March 2018, 09:18 AM

তারকাবহুল নাটক ‘মেঘে ঢাকা শহর’রচনা করেছেন রুদ্র মাহফুজ । পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক ।

নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, শম্পা রেজা, ড. ইনামুল হক, লুৎফর রহমান জর্জ, আহসান হাবিব নাসিম, অপূর্ব, নাঈম, আজমেরী হক বাঁধন, উর্মিলা শ্রাবন্তী কর, নাদিয়া, ডা. এজাজ, সাজু খাদেম, সামিয়া, মৌরি সেলিম, তিথি কবির, জনি, রমিজ রাজু, তানভীরসহ আরও অনেকে।

আগামী ১৩ মার্চ মঙ্গলবার থেকে  শুরু হচ্ছে নাটকটির প্রচার।

কেমন নাটক ‘মেঘে ঢাকা শহর’? নাট্যকার রুদ্র মাহফুজ বললেন, “একটি পরিবারকে ঘিরেই আবর্তিত হবে নাটক ‘মেঘে ঢাকা শহর’।

তাদের জীবনের আনন্দ-বেদনার পাশাপাশি আদর্শের বিচ্যুতি এবং আদর্শের মশাল হাতে এগিয়ে যাওয়া গুটি কয়েক মানুষের গল্প এটি।

একটি পরিবারের মাধ্যমে নাটকটি শুরু হলেও ঘটনা পরম্পরায় তা বিস্তৃত হতে থাকবে বহু চরিত্রের নানান বহুমাত্রিক ঘটনার মধ্য দিয়ে।

যেখানে প্রেম যেমন থাকবে তেমনি থাকবে জীবনের জায়গানও। ‘মেঘে ঢাকা শহর’ আমাদের চিরচেনা ও পরিচিত আপনজনদের একটি গল্প।”

নির্মাতা সাখাওয়াৎ মানিক বলেন, “মেঘে ঢাকা শহর’ আমার প্রথম ধারাবাহিক নাটক। অনেক শ্রম, আবেগ, ভালোলাগা এবং উচ্ছ্বাস এই নাটকটির সাথে জড়িয়ে আছে।

আমরা চেষ্টা করেছি একটি ভালো গল্পকে নান্দনিক ও দৃষ্টিনন্দনভাবে দর্শকদের কাছে উপস্থাপন করতে।

আশা করছি দীর্ঘদিন পর দর্শক এই নাটকটির মাধ্যমে মধ্যবিত্ত যৌথ পরিবারের হাসি-কান্না-ভালোবাসাকে দেখতে পাবেন।”

টাইম ইনোভেশনের প্রযোজনায় নাটকটির সূচনা সংগীত লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ এবং কন্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও নির্ঝর।

প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে ‘মেঘে ঢাকা শহর’।