কবিকে নিয়ে শিরোনামহীনের নতুন গান ‘বারুদ সমুদ্র’

নিয়মিত ভাবেই নতুন কণ্ঠে শিরোনামহীন ব্যান্ডের গান প্রকাশিত হচ্ছে অন্তর্জালে। টানা দুইমাস পর ৮মার্চ প্রকাশিত হলো তাদের নতুন গান ‘বারুদ সমুদ্র’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 12:42 PM
Updated : 11 March 2018, 12:42 PM

‘অবশেষে আমিও ছদ্মবেশে/ মগজে ধোঁকা/ অবুঝ বোকার দেশে/ শূন্য কবিতায়/ রক্তের দাগ হারিয়ে যায়/ অযথা ভাবায়/ খুন হওয়া করুনায়/ এই ভরসায়/ ভুল ঠিকানায় /

এভাবে হারাবে কবির পড়ে থাকা লাশ?’

জিয়াউর রহমান জিয়ার এমন কথা ও সুরে গানটিতে সুরসহযোগিতা করেছেন কাজী আহমেদ শাফিন।

গানটি প্রসঙ্গে জিয়া বলেন, “এ গানটি একজন কবির অটোবায়োগ্রাফি। কবির পরিণতি দেখতে পাই আমরা এই গানে। কোনো একজন কবিকে নয়, এ গান কবির চিরায়ত সত্তাকেই ধারণ করে। আমাদের দেখা, জানা-শোনা তাই বলে।”

গানটিতে কণ্ঠ দিয়েছেন শিরোনামহীনের নতুন ভোকাল শেইখ ইশতিয়াক। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আশরাফ শিশির।

নতুন লাইন আপে ইতিমধ্যে দশটি লাইভ শো’ও করে ফেলেছে শিরোনামহীন। সামনের মাসেই দেশের বিভিন্ন জেলায় আরও চারটি শো করতে যাচ্ছে তারা।

জিয়া বলেন, “নতুন লাইন আপে শ্রোতারা আমাদের আগের মতেই গ্রহণ করেছেন। মনেই হয়নি পরিবর্তন নিয়ে তাদের কোনো অবজেকশন আছে। সেই আগের উন্মাদনা-উচ্ছ্বাস লক্ষ্য করেছি লাইভ শো গুলোতে।”

‘বারুদ সমুদ্র’ গানের ভিডিওটি প্রকাশিত হয়েছে শিরোনামহীনটিভি নামের ইউটিউব চ্যানেলে।