ঋতুপর্ণা-শুভ’র ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পাচ্ছে ১৩ এপ্রিল

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’। চলচ্চিত্রটির প্রচারণার কাজে ইতিমধ্যেই নেমে পড়েছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 12:27 PM
Updated : 11 March 2018, 01:33 PM

আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটির সঙ্গে যুক্ত হলো অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড।

রোববার ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এসময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক প্রমুখ।

অনুষ্ঠানে আলমগীর বলেন, “১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘একটি সিনেমার গল্প’। তার আগে প্রচারণার কাজ শুরু হচ্ছে। এখন তো প্রচারের যুগ, প্রচারেই প্রসার।”

জানা যায়, শিগগিরই ছবিটির ট্রেইলার মুক্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে অনলাইনে উন্মুক্ত করা হবে গানগুলো। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানগুলো পাওয়া যাবে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স ও এয়ারটেলস্ক্রিনে।

‘একটি সিনেমার গল্প’তে আলমগীরের পাশাপাশি অভিনয় করেছেন চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

এ চলচ্চিত্রের মধ্যদিয়েই একজন সংগীত পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লার। তার সুর সংগীতে এই চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন আঁখি আলমগীর।