ঢাকা পদাতিকের নয়দিনব্যাপী নাট্যোৎসব

৩৮তম জন্মবার্ষিকী উদযাপন করছে জনপ্রিয় নাট্যসংগঠন ঢাকা পদাতিক। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত নাট্যসংগঠনটি প্রতিষ্ঠার ৩৮ বছরে ৩৮টি নাটক মঞ্চস্থ করেছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2018, 02:06 PM
Updated : 9 March 2018, 02:06 PM

শুক্রবার সন্ধ্যা ৭টায় উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা পদাতিকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ বলেন, "নাটক অবশ্যই বিনোদনের, তবে আমরা আমাদের নাটকে শুধু বিনোদন দিতে চাইনি। নাটকের মাধ্যমে আমরা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে চেয়েছি।"

৩৮ তম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে ৯দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা পদাতিক। ৯ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ উৎসবে প্রদর্শিত হবে ৯টি নাটক।

উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় ঢাকা পদাতিকের নতুন নাটক ‘ট্রায়াল অব সূর্য সেন’। মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় নাটকটি সংগঠনটির ৩৮তম প্রযোজনা।

উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় ‘একশ বস্তা চাল’, পশ্চিমবঙ্গের নাট্যদল কল্যানী নাট্যচর্চা কেন্দ্রের ‘ধ্রুবপুত্র’, ঢাকা পদাতিকের ‘হেফাজত’, ‘কথা ৭১’, পশ্চিমবঙ্গের বহরমপুরের নাট্যদল ঋত্বিক-এর ‘আদি রাজা’, প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’, ঢাকা পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’ এবং লোকনাট্যদল, সিদ্ধেশ্বরীর প্রযোজনায় ‘কঞ্জুস’প্রদর্শিত হবে।

নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।