‘গানের মানুষ’ অনুষ্ঠানে রথীন্দ্রনাথ রায়

এটিএন বাংলার ‘গানের মানুষ’ অনুষ্ঠানে গাইবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। অনুষ্ঠানটি প্রচার হবে শুক্রবার রাত ৮টায়।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2018, 11:49 AM
Updated : 5 March 2018, 11:49 AM

লোকসংগীতের পাশাপাশি দেশাত্মবোধক গান গেয়ে খ্যাতি পান রথীন্দ্রনাথ। জনপ্রিয় বাংলা ছায়াছবি ‘সাত ভাই চম্পা’ ছবিতে তিনি প্রথম প্লেব্যাক করেন ১৯৬৬ সালে।

মমতাজ আলী খানের কথা আর সুরে গানটি ছিল ‘কন্যা গো আমার ছয় মাসের সফর, বাণিজ্য করতে যাব আমি ফুলতলার শহর’।

শিল্পী জানান, দ্বৈত গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত শিল্পী মৌসুমী কবির।

তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘হায়রে কথায় বলে, গাছে বেল পাকিলে তাতে কাকের কী’, ‘ও কি ও কাজল ভ্রমরা রে’, ‘বাওকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে’, ‘তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’, ‘খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে’, ‘সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে’, ‘ও যার অন্তরে বাহিরে কোনো তফাত নাই’।

কন্ঠশিল্পী হাসান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।