৯০তম অস্কারে বিজয়ী যারা

কল্পবিজ্ঞানধর্মী প্রেমের ছবি ‘দ্য শেইপ অব ওয়াটার’ জয় করলো বিশ্বচলচ্চিত্রের সেরা সম্মান । দেখে নিন এবার কারা পেলেন অস্কার  অ্যাওয়ার্ড।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2018, 06:52 AM
Updated : 5 March 2018, 08:39 AM

৯০তম অস্কারের ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে ছিল ‘দ্য শেইপ অব ওয়াটার’। অরিজিন্যাল স্কোর, প্রোডাকশন ডিজাইন, সেরা পরিচালকসহ ‘দ্য শেইপ অব ওয়াটার’ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জয় করলো ৯০তম অস্কার অ্যাওয়ার্ড।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর আধারিত, উইনস্টন চার্চিল পরিচালিত ‘ডার্কেস্ট আওয়ার’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার অস্কার অ্যাওয়ার্ড অর্জন করেন  গ্যারি ওল্ডম্যান ।

‘থ্রি বিলবোর্ড আউটসাইড ইবিং, মিসৌরি’চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন ফ্রান্সিস ম্যাকডর্মান্ড ।

এক ঝলকে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড:

শ্রেষ্ঠ চলচ্চিত্র: ‘দ্য শেইপ অব ওয়াটার’

শ্রেষ্ঠ নির্মাতা: গুয়ের্মো দেল তোরো, ‘দ্য শেইপ অব ওয়াটার’

শ্রেষ্ঠ অভিনেতা: গ্যারি ওল্ডম্যান, ‘ডার্কেস্ট আওয়ার’

শ্রেষ্ঠ অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডর্মান্ড, ‘থ্রি বিলবোর্ড আউটসাইড ইবিং, মিসৌরি’

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: স্যাম রকওয়েল, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসন জ্যানি, ‘আই, টনিয়া’

শ্রেষ্ঠ অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘কোকো’

শ্রেষ্ঠ বিদেশী ভাষার সিনেমা : ‘আ ফ্যান্টাসটিক উওমেন’ (চিলি)

শ্রেষ্ঠ চিত্রনাট্য: ‘গেট আউট’

শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন: ‘দ্য শেইপ অব ওয়াটার’

শ্রেষ্ঠ স্কোর: ‘দ্য শেইপ অব ওয়াটার’

শ্রেষ্ঠ মৌলিক সংগীত: রিমেম্বার মি- ‘কোকো’

শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা: লি স্মিথ-‘ডানকার্ক’

শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা: রিচার্ড কিং এবং অ্যালেক্স গিবসন-‘ডানকার্ক’

শ্রেষ্ঠ শব্দ সংযোজনা: ‘ডানকার্ক’