শ্রেষ্ঠ অভিনেতার অস্কার গ্যারি ওল্ডম্যানের হাতে

‘ডার্কেস্ট আওয়ার’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করলেন গ্যারি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2018, 06:14 AM
Updated : 6 March 2018, 03:06 PM

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর আধারিত, জো রাইট পরিচালিত ‘ডার্কেস্ট আওয়ার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার অস্কার অ্যাওয়ার্ড অর্জন করেন গ্যারি ওল্ডম্যান । তিনি এই ছবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের চরিত্রে অভিনয় করেছেন ।

৫৯বছর বয়সী এই অভিনেতা পুরস্কার পাওয়ার পর মায়ের উদ্দেশ্যে বলেন, “আমি অস্কার নিয়ে বাসায় আসছি ।”

এবছর গ্যারি ছাড়াও শ্রেষ্ঠ অভিনেতার জন্য মনোনীত হয়েছিলেন টিমোথি সালমেট, (‘কল মি বাই ইয়োর নেইম’) ; ড্যানিয়েল ডে-লুইস, (‘ফ্যান্টম থ্রেড’) ; ড্যানিয়েল কালুইয়া, (‘গেট আউট’)  এবং ডেঞ্জেল ওয়াশিংটন,(‘রোমান জে ইসরায়েল, ইএসকিউ’)।