থিয়েটার অলিম্পিকে ‘পাঁজরে চন্দ্রবান’

ভারতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক থিয়েটার অলিম্পিকে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মঞ্চনাটক ‘পাঁজরে চন্দ্রবান’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2018, 01:35 PM
Updated : 2 March 2018, 02:49 PM

নাটকের নির্দেশক ও বিভাগীয় অধ্যাপক ইস্রাফিল শাহীন গ্লিটজকে জানান, ১২ মার্চ ভারতে পৌঁছাবে দলটি। ১৩ মার্চ পাটনা ও ১৫ মার্চ দিল্লিতে নাটকের মঞ্চায়ন হবে।

ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া থিয়েটার অলিম্পিক ভারতের ১৬টি শহরে চলছে। শেষ হবে এপ্রিলে। বিশ্বের প্রায় ৫ শ’টির মতো নাট্যদল অংশ নিচ্ছে ।

নির্দেশকের ভাবনায়, “আন্তর্জাতিক এ আয়োজনে যোগ দিয়ে নাটকের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা ভিন্ন অভিজ্ঞতা অর্জন করবে।”

এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে নাটকের প্রদর্শনী হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় পরীক্ষণ থিয়েটার হলে ৬ থেকে ৯ মার্চ টানা ৪ দিন নাটকের মঞ্চায়ন হবে।

নাটকটি লিখেছেন শাহমান মৈশান। অশিকুর রহমান লিয়নের মঞ্চ পরিকল্পনায় নাটকটির সংগীত পরিকল্পনা করেছেন তামান্না হক ও সাইদুর রহমান লিপন ও কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী।

নাটকে অভিনয় করছেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।