ইন্ডাস্ট্রিতে টিকে থাকতেই হবে এমনটা না: শাহতাজ

বাংলালিংকের কলড্রপের বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পেয়েছিলেন তরুণ মডেল ও অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেম । নিয়মিত কাজ করছেন মিউজিক ভিডিও ও টিভি নাটকে। গ্লিটজের মুখোমুখি তিনি।

সাইমুম সাদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2018, 08:59 AM
Updated : 27 Feb 2018, 09:04 AM

গ্লিটজ: ‘বলে দাও’ শিরোনামে আপনার নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। দর্শকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?

শাহতাজ: মোটামুটি ভালো। খুব সুন্দর একটা গান। আর আমার সঙ্গে ছিল তাসকিন। দু’জনের কেমিস্ট্রি দর্শকরা বেশ ভালোভাবেই নিয়েছে।

গ্লিটজ: সহশিল্পী হিসেবে তাসকিনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

শাহতাজ: উনি তো ফিল্মের মানুষ। সচরাচর ফিল্মের মানুষদের সঙ্গে কাজ করা হয়নি আমার।

উনাদের কাজের অভিজ্ঞতা একরকম আর আমাদের কাজের অভিজ্ঞতা আরেক রকম।তবে কাজটা দারুণ হয়েছে। আমার চোখে দারুণ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ উনি। খুব সহযোগিতা করেছেন।

গ্লিটজ: এবারের ভালোবাসা দিবসের কোনো নাটকে দেখা যায়নি আপনাকে। কারণ কি?

শাহতাজ: আগের বার একাধিক কাজ করলেও এবার করা হয়নি। এবার পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিলাম।

তার উপর আবার আম্মু দেশের বাইরে ছিলেন। আম্মু না থাকায় বাসার বাইরে যেতে পারতাম না। ফলে অতো বেশি কাজও করা হয়নি। আম্মুই আমার সব কাজ ম্যানেজ করেন।

গ্লিটজ: এই সাময়িক ছোটপর্দায় অনুপস্থিতির সময়টুকু মিস করছেন?

শাহতাজ:
আমার মনে হয় মিস করার কিছু নেই। আমি এমনিতেই কাজ কম করি। তার উপর নানা ঝামেলা ছিল, ব্যাপার না। এখন তো কাজ করছি। সামনেও হবে।

গ্লিটজ: আপনাকে নির্দিষ্ট একটি গ্রুপের বাইরে কাজ করতে দেখা যায় না তেমন। এর কারণ কী?

শাহতাজ: পরিচিত মানুষদের ভেতরেই মূলত আমি কাজ করি। অপরিচিত মানুষদের সঙ্গে কাজ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। এর প্রধান কারণ নিরাপত্তা।

গ্লিটজ: পরিচিত গণ্ডির বাইরে সবার সঙ্গে কাজ করবেন কবে? 

শাহতাজ: একেবারেই যে করছি না, এমনটা না। এখন তো কাজ করছি। আম্মু দেশে এসে ফেরায় এখন কাজে কোনো সমস্যা নেই।

তবে অতো বেশি কাজ করতে পারব না কারণ পড়াশোনাও আছে। মাঝে মাঝে কাজের সময়েই ক্লাস পড়ে যায়। খুব ঝামেলা হয়।

গ্লিটজ: কী নিয়ে পড়াশোনা করছেন?

শাহতাজ: সিএ পড়ছি।

গ্লিটজ: পড়াশোনা শেষে পরিকল্পনা কী?

শাহতাজ:
এখনো সেভাবে পরিকল্পনা করিনি। পড়াশোনাটা শেষ হোক। তারপর একটা সিদ্ধান্তে আসব।

গ্লিটজ: তরুণ অভিনয়শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা আপনার জন্য কতোটা চ্যালেঞ্জিং বলে মনে করছেন?

শাহতাজ: ইন্ডাস্ট্রিতে টিকে থাকার কিছু নাই। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতেই হবে এমনটা না। ভালো কাজ হলেই করব। এমন না যে, কাজ করতেই হবে।

গ্লিটজ: কাজের ক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন?

শাহতাজ: মিডিয়ার সবার সঙ্গে আমার সেভাবে পরিচিতি নাই। তবে যখন যে কাজটা করি সেখানকার সিনিয়রশিল্পীদের কাছ থেকে কাজের পরামর্শ নিই।

গ্লিটজ: ক্যারিয়ার নিয়ে সামনের পরিকল্পনা কী?

শাহতাজ: ভালো কাজ করে যেতে চাই। পাশাপাশি পড়াশোনাটাও করে যেতে চাই।