মুখোশ প্রকাশ করলো ‘চেনামুখ’

নব্বইয়ের দশকের সাড়াজাগানো ব্যান্ড ‘মুখোশ’-এর তৃতীয় অ্যালবাম ‘চেনামুখ’ প্রকাশ হলো রোববার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2018, 03:58 PM
Updated : 18 Feb 2018, 03:58 PM

রাজধানীর বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রি রেস্তোরায় প্রকাশনা উৎসবের আয়োজন করা হয় সন্ধ্যায়। এতে উপস্থিত ছিলেন ফিডব্যাক ব্যান্ডের ফুয়াদ নাসের বাবু, শাহনুর রহমান লুমিন, ‘জলের গান’-এর রাহুল আনন্দ, শিল্পী সন্দীপন, দেবলীনা সুর, নন্দীনি হালদারসহ আরো অনেকে।

ব্যান্ডের লিডার রোজ মোহিত জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে অ্যালবামটি। এতে থাকছে মোট তিনটি গান।

এই অ্যালবামের ভোকাল এবং লিড গীটারে খালিদ হোসেন রাজু ও ড্রামসে আছেন রোজ মোহিত।

১৯৯৭ সালে জন্ম নেয়া এই ব্যান্ড ২০০০ সালে বের করে তাদের প্রথম সেলফ টাইটেল্ড অ্যালবাম ‘মুখোশ’। সাউন্ড ট্র্যাকের ব্যানারে বের হওয়া সেই অ্যালবাম তুমুল জনপ্রিয়তা পায়।

এরপর দীর্ঘ ১৭ বছর আড়ালে থাকা ব্যান্ডটি নিরবতা ভেঙে গত বছর ডিসেম্বরে বের করে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘ডিজিটাল ভালোবাসা’। এর দুটি গান দর্শকদের মাঝে  ভালো সাড়া ফেলে।