মঞ্চে আসছে ‘জবর আজব ভালোবাসা’

এবারের বসন্ত ও ভালোবাসা দিবসকে আরও রাঙিয়ে দিতে থিয়েটারওয়ালা রেপার্টরি মঞ্চস্থ করবে প্রেমের নাটক ‘জবর আজব ভালোবাসা’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2018, 12:03 PM
Updated : 8 Feb 2018, 12:03 PM

পহেলা ফাল্গুন শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় নাটকের দুটি প্রদর্শনী হবে।

পরদিন বুধবার বিশ্ব ভালোবাসা দিবসে নাটক সরনীর (বেইলি রোড) মহিলা সমিতি মঞ্চেও একই সময়ে নাটকটির দুটি প্রদর্শনী হবে।

এতে অভিনয় করবেন বাংলাদেশের তিন গুণী অভিনয়শিল্পী- রামিজ রাজু (প্রাঙ্গণে মোর), সংগীতা চৌধুরী (নাট্যকেন্দ্র) ও সাইফ সুমন (থিয়েটার আর্ট ইউনিট)।

নির্দেশক সাইফ সুমন বলেন, “যারা এবারের বসন্ত ও ভালোবাসা দিবসে তাদের সময়টুকু আরেকটু আনন্দময় করে তুলতে চান, তারা এই নাটকটি দেখে এক ঘণ্টা সময় আমাদের সাথে কাটাতে পারেন নিশ্চিন্তে।”

আন্তন চেখভের নাটক ‘দ্য বিয়ার’-এর অনুবাদ করেছেন মোবারক হোসেন খান। তিনটি চরিত্র নিয়ে সাজানো নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।