৬০তম গ্র্যামির নায়ক ব্রুনো মার্স আর কেনড্রিক ল্যামার

ছয়টি গ্র্যামি জিতে এবারের আসরের নায়ক ব্রুনো মার্স এবং পাঁচটি গ্র্যামি জয়ী কেনড্রিক ল্যামার ।৮৬টি পুরস্কারের মধ্যে এবার নারী পুরস্কার প্রাপক মাত্র ১৭ জন ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2018, 08:31 AM
Updated : 29 Jan 2018, 12:53 PM

অনেক চমক আর পরিবর্তনের কারণে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড অন্যান্য বছরের তুলনায় বেশ আলাদা।

দীর্ঘ ১৪ বছর পর লস অ্যাঞ্জেলসের পরিবর্তে ৬০ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের চূড়ান্ত অনুষ্ঠান হল নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডকে নানা কারণেই বেশ আলোচিত । অনলাইন ভোটিং-পদ্ধতি শুরু হয়েছে এবছর থেকে । কোনো শ্বেতাঙ্গ আর্টিস্ট এবারের ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এ নেই । র‌্যাপ- হিপ হপ এবং আরঅ্যান্ডবির জয়জয়কার ।

প্রথমশ্রেণির কোনো নারী সংগীতশিল্পী এবছর উল্লেখযোগ্য কোনো পুরস্কার পাননি । সর্বমোট ৮৬টি পুরস্কারের মধ্যে এবার নারী পুরস্কার প্রাপক মাত্র ১৭ জন। একমাত্র অ্যালিসিয়া কারা পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কারটি ।

যৌন নিপীড়নের প্রতিবাদে এবারের অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা সাদা গোলাপ পরেছিলেন পোশাকের সঙ্গে ।

৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ডে সেরা অ্যালবাম, সেরা রেকর্ড এবং সেরা গান এই তিন বিভাগসহ ছয়টি অ্যাওয়ার্ড জয় করে শীর্ষে রয়েছেন মার্কিন আরঅ্যান্ডবি তারকা ব্রুনো মার্স ।

‘ড্যাম’ অ্যালবামের জন্য বেস্ট র‌্যাপ অ্যালবাম, বেস্ট র‌্যাপ সং, বেস্ট র‌্যাপ পারফরম্যান্সসহ পাঁচটি গ্র্যামি জিতেছেন ৩০ বছর বয়সী মার্কিন র‌্যাপার কেনড্রিক ল্যামার ।

ব্রিটিশ গায়ক এবং গীতিকার এড শিরান দুটি বিভাগে গ্র্যামি পেয়েছেন । বেস্ট পপ ভোকাল অ্যালবাম তার ‘ডিভাইড’ এবং বেস্ট একক পপ পারফরমেন্স তারই ‘শেইপ অব ইউ’ । শিরান যদিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ।

৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকা:

বর্ষসেরা অ্যালবাম: ‘টুয়েন্টি ফোর কে ম্যাজিক’, ব্রুনো মার্স

বর্ষসেরা রেকর্ড: ‘টুয়েন্টি ফোর কে ম্যাজিক’, ব্রুনো মার্স

বর্ষসেরা গান: ‘দ্যাটস হোয়াট আই লাইক’, ব্রুনো মার্স

বর্ষসেরা নতুন শিল্পী: অ্যালিসিয়া কারা

সেরা কান্ট্রি অ্যালবাম: ‘ফ্রম আ রুম: ভলিউম ১’, ক্রিস স্টেপলটন

সেরা র‌্যাপ অ্যালবাম: ‘ড্যাম’, কেনড্রিক ল্যামার

সেরা একক পপ পারফরমেন্স: ‘শেইপ অব ইউ’, এড শিরান

সেরা র‌্যাপ পারফরমেন্স: ‘লয়্যালটি’, কেনড্রিক ল্যামার, ফিট রিয়ানা

সেরা কমেডি অ্যালবাম: ‘দ্য এজ অব স্পিন’ এবং ‘ডিপ ইন দ্য হার্ট অব টেক্সাস’, ডেভ চ্যাপেল

সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: ‘টনি বেনেট সেলিব্রেটস নাইন্টি’, বিভিন্ন শিল্পী

সেরা পপ দ্বৈত/গ্রুপ পারফরমেন্স: ‘ফিল ইট স্টিল’, পর্তুগাল দ্য ম্যান

সেরা পপ ভোকাল অ্যালবাম: ‘ডিভাইড’, এড শিরান

সেরা রক অ্যালবাম: ‘এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং’, দ্য ওয়ার অন ড্রাগস

সেরা র‌্যাপ গান: ‘হাম্বল’, কেনড্রিক ল্যামার

সেরা র‌্যাপ পারফরমেন্স: কেনড্রিক ল্যামার

সেরা আরবান কনটেম্পোরারি অ্যালবাম: ‘স্টারবয়’, দ্য উইকেন্ড

সেরা আর অ্যান্ড বি অ্যালবাম: ‘টুয়েন্টি ফোর কে ম্যাজিক’, ব্রুনো মার্স

সেরা আর অ্যান্ড বি পারফরমেন্স: ব্রুনো মার্স

সেরা আর অ্যান্ড বি গান: ‘দ্যাটস হোয়াট আই লাইক’, ব্রুনো মার্স

সেরা ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: ‘থ্রি-ডি দ্য ক্যাটালগ’

সেরা জাজ ভোকাল অ্যালবাম: ‘ড্রিমস অ্যান্ড ড্যাগারস’, সেসিলি ম্যাকলরেন স্যালভেন্ট

সেরা জাজ ইন্সট্রুমেন্টাল অ্যালবাম: ‘রিবার্থ’, বিলি চাইল্ডস

সেরা সাউন্ডট্রেক ফর ভিজ্যুয়াল মিডিয়া: ‘লা লা ল্যান্ড’

সেরা মিউজিক ভিডিও: ‘হাম্বল’, কেনড্রিক ল্যামার

সংগীত জগতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’। সংগীতের বিভিন্ন শাখায় অবদানের জন্য ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমি অফ রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্স এই পুরস্কার ঘোষণা করে ।

সূত্র: গ্র্যামি.কম