চীনে দু’দিনেই ১০০ কোটি পেরোলো ‘সিক্রেট সুপারস্টার’

১৯ জানুয়ারি চীনে মুক্তি পেয়েছে আমির খান ও জায়রা ওয়াসিম অভিনীত সিনেমা 'সিক্রেট সুপারস্টার'।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 03:13 PM
Updated : 21 Jan 2018, 05:15 PM

এর আগে চীনে ১ হাজার কোটির ব্যবসা করে আমির খানের 'দঙ্গল' ইতিহাস তৈরি করেছিল । এবার আমিরের নতুন ছবি 'সিক্রেট সুপারস্টার' মাত্র দুই দিনেই চীনে ১০০ কোটি রুপির উপর ব্যবসা করে ফেলেছে ।

হিন্দুস্থান টাইমস জানায়, মাত্র দুই দিনেই চীনে আমির খানের সাম্প্রতিক সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’ ১০০.৫২কোটি রুপি আয় করেছে ।

ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার । প্রথম দিনেই ‘মি. পারফেকশনিস্ট’ আমির খানের এই ছবি আয় করেছে ৪৩.৩৫কোটি রুপি, যা চীনে কোনো ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয় ।

আমির খানের ‘দঙ্গল’ চীনে ১১০০ কোটি রুপি ব্যবসা করলেও ছবি মুক্তির দিনেই এত আয় করতে পারেনি ।

 

অভিনেতা আমির খানকে ‘সিক্রেট সুপারস্টার’-এর মধ্য দিয়ে ছাড়িয়ে গেলেন প্রযোজক আমির খান ।

বলিউড চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক, তরণ আদর্শ টুইট করে চীনে সদ্যমুক্তিপ্রাপ্ত জায়রা ওয়াসিম ও আমির খানের এই ছবির ব্যবসার কথা জানিয়েছেন ।

‘দঙ্গল’ সিনেমা মুক্তির পর আমির খান চীন-এ সুপরিচিত এক নাম। সিনেমাটি গত বছর এই দেশে আয় করেছিল ১১০০ কোটি রুপি ।

সেই ধারাবাহিকতায় সদ্যমুক্তিপ্রাপ্ত তার নতুন এই ছবিও বেশ আশা জাগায় । আমিরের ‘থ্রি ইডিয়ট’, ‘পিকে’ সিনেমাগুলিও চীনে ব্যবসা সফল হয়েছিল ।