শহীদুজ্জামান সেলিমের ‘যম হজম’

স্যাটায়ারধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘যম হজম’। এতে রেজওয়ান নামে এক চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 11:31 AM
Updated : 21 Jan 2018, 11:31 AM

‘যম হজম’ রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ঈসা আল জামী রাহী। নাটকে সেলিমের স্ত্রীর চরিত্রটি রূপায়ন করেছেন নওশীন। যমের চরিত্রে অভিনয় করেছেন হিমে হাফিজ।

পরিচালক ঈসা আল জামী রাহী বলেন, “৪ বছর আগে এই নাটকের ভাবনা মাথায় আসে। চিত্রনাট্য ৪ বছর আগেই তৈরি করেছিলাম। ঢাকা এফএমে অডিও নাটক হিসেবে প্রচার হয়। তখন ভিজ্যুয়ালি তুলে ধরার কথা ভেবেছিলাম। অবশেষে কাজটি শেষ করলাম।”

তিনি আরও বলেন, “কাজটি নিয়ে সেলিম ভাই আমাকে খুব উৎসাহ দিয়েছেন। গল্পের সারাংশ পড়ার পরই কাজটি করার জন্য তিনি রাজি হয়ে যান।

শ্যুটিংয়ের সময় একটি বিষয় আমার খুব ভালো লেগেছে, সেলিম ভাইয়ের পুরো চিত্রনাট্যের সংলাপ মুখস্থ ছিল। শুধু তাই নয়, শ্যুটিংয়ের সময় দেখি, নওশীন ও হিমে হাফিজও সংলাপ মুখস্থ বলে যাচ্ছেন।”

সম্প্রতি নগরীর উত্তরার মন্দিরা শ্যুটিং হাউসে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান এ নির্মাতা।