ভারতের সব রাজ্যেই মুক্তি পাবে‘পদ্মাবত’

অবশেষে ভারতের শীর্ষ আদালতের নির্দেশে সব রাজ্যেই ২৫জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 03:12 PM
Updated : 18 Jan 2018, 03:19 PM

সেন্সরের ছাড়পত্র সত্ত্বেও ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল হরিয়ানা, গুজরাট, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড-ভারতের এই ছয় রাজ্য। এর বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবির প্রযোজকরা।

এনডিটিভি সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মামলাটির শুনানি শুরু হয়।

চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম এইট্টিন-এর পক্ষ থেকে আইনজীবী হরিশ সালভে প্রশ্ন তোলেন, সিবিএফসি যখন একটি ছবিকে ছাড়পত্র দিয়েছে, তারপরও কীভাবে দেশের একাধিক রাজ্য তা নিষিদ্ধ ঘোষণা করতে পারে?

প্রশ্নের জবাবে ভারতের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্র জানান, সেন্সরের মতো সংস্থা সনদপত্র দেওয়ার পর রাজ্যগুলি আর নিষেধাজ্ঞা জারি করতে পারে না।

সর্বোচ্চ আদালত জানায়, যে রাজ্যগুলি ইতিমধ্যেই ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে তা কার্যকর হবে না, এবং নতুন করে আর কোনও রাজ্য ‘পদ্মাবত’-কে নিষিদ্ধ করতে পারবে না।

সঞ্জয় লীলা বনসালীর স্বপ্নের এই সিনেমায় চিতোরের রানি পদ্মাবতী চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এতে পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিং এর ভূমিকায় শহীদ কাপুর এবং দিল্লীর সুলতান আলাউদ্দিন খিলজী’র চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।