মঞ্চে ফের মাইকেল মধুসূদন দত্ত

নাট্যদল প্রাঙ্গণেমোরের ১২তম প্রযোজনা ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’ ফের মঞ্চস্থ হবে আগামী ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 03:07 PM
Updated : 18 Jan 2018, 03:07 PM

মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে এ নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।

নাটকটি প্রসঙ্গে নির্দেশক অনন্ত হিরা বলেন, “বাংলা ভাষার প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ রচনা যার, বাংলা ভাষার প্রথম ‘রত্নাবলী’ নাটক অনুবাদের কৃতিত্ব যার, বাংলা ভাষার প্রথম প্রহসন রচনার কৃতিত্ব যার, বাংলা ভাষার প্রথম ট্র্যাজেডি নাটকের রচয়িতা যিনি,

বাংলা ভাষার প্রথম অমিত্রাক্ষর ছন্দে মহাকাব্য রচনা যার, বাংলা ভাষার বই উৎসর্গ করা রীতির প্রবর্তক যিনি, বাংলা ভাষার প্রথম পত্রকাব্য রচনা যার, বাংলা ভাষার প্রথম সনেট অথবা চতুর্দশপদী কবিতার রচয়িতা যিনি,

তাকে নিয়ে এ নাট্য প্রযোজনা ও দর্শন বাংলা নাটকের যে কোনো প্রয়োগকর্তার দায়।”

নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ। দলের পক্ষ থেকে গ্লিটজকে তিনি বলেন, “বাংলা নাটকে যার এত অবদান তাকে নিয়ে বাংলাদেশের থিয়েটারে কোনো কাজ হয়নি ।

তাই মাইকেল মধুসূদন দত্ত কে নিয়ে নাটক করা প্রাঙ্গণেমোর দায় মনে করেছে ।

বাংলা নাটকের যারা ছাত্র, শিক্ষক এবং দর্শক তাদেরও এই নাটকটি দেখার দায় আছে বলেই আমি মনে করি।

নাটকটি নিয়ে ইতিপূর্বে দর্শকদের বেশ আগ্রহও আমরা লক্ষ্য করছি।”

নাটকটির সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু ও আলোক পরিকল্পনা করেছেন আহমেদ সুজন।

এতে অভিনয় করেছেন অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান ও আল-আভী জাহান টুসি।