স্বর্ণ চোরাচালানীর চরিত্রে মোশাররফ করিম

‘স্বর্ণমানব’ নামে এক টেলিছবিতে স্বর্ণ চোরাচালানীর চরিত্রে অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 01:55 PM
Updated : 18 Jan 2018, 01:55 PM

২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে নির্মিত টেলিছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। রচনা ও সার্বিক নির্দেশনায় আছেন কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের মহাপরিচালক ড. মইনুল খান, চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার।

এতে জয়নাল নামে এক চোরাচালানীর চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম।

আবু হায়াত মাহমুদ গ্লিটজকে বলেন, “অর্থাভাবে স্বর্ণ চোলাচালানের সঙ্গে জড়িয়ে যায় জয়নাল। অবশেষে ধরা পড়েন। চোরাচালানের সঙ্গে জড়িত মূল হোতারাও ধরা পড়ে। নিজের দোষ জয়নাল স্বীকার করে নেওয়ায় তার শাস্তি কমিয়ে দুই বছর করা হয়।”

মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, আ খ ম হাসান, রওনক হাসান, আহসান হাবিব, সুজাত শিমুলসহ আরও অনেকে।

২৬ জানুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে টেলিছবিটি।