মম-মনোজের ‘সত্যায়িত ভালবাসা’

নাটকে জুটি বাঁধলেন মম ও মনোজ কুমার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 11:52 AM
Updated : 18 Jan 2018, 11:52 AM
সাদেক সাব্বিরের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘সত্যায়িত ভালোবাসা’। গত ২৭ ও ২৮ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয় নাটকটি।

নির্মাতা জানান সম্পাদনা শেষে খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হতে যাচ্ছে এটি।

গ্রাম থেকে আসা মনোজ মম’র শিক্ষক পিতার কাছে সার্টিফিকেট সত্যায়িত করতে আসেন। তাদের পরিচয়ের সূত্রটা সার্টিফিকেট সত্যায়িত করতে গিয়ে। বাসায় বারবার ধর্ণা দিলেও মম ফিরিয়ে দেয় মনোজকে। শিক্ষকের দেখা পান না মনোজ।

অন্যদিকে তিনদিনের মধ্যে সত্যায়িত করতে না পারলে চাকরিটাও হবেনা মনোজের। শিক্ষক পিতার অনুপস্থিতিতে মম নিজেই তাই সত্যায়িত করে দেওয়ার প্রস্তাব দেন মনোজকে।

কিন্তু সৎ শিক্ষকের সৎ ছাত্র মনোজ চাকরির আশা জলাঞ্জলি দিলেও অসৎ কাজ করতে চান না।

অনুতাপের অনলে পুড়তে থাকে মম । মনোজের সঙ্গে ফের দেখা হয়। বিয়েটাও মিথ্যের ভেতর দিয়ে যেতে যেতে সত্যে পরিণত হয় একদিন।

নির্মাতা বললেন, “আমরা সবাই কম বেশি অসৎ পথ অবলম্বন করতে চাই। যা আসলে উচিৎ নয়। এ গল্পে সে ব্যাপারটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

মম এবং মনোজের একটি সফল প্রেমের গল্পও দেখানো হয়েছে। আশাকরি দর্শকের ভাল লাগবে।”

নাটকটিতে মম-মনোজ ছাড়াও অভিনয় করেছেন গুণী অভিনেতা হাসান ইমাম ও আনন্দ খালেদ।