বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে জানলো আন্তর্জাতিক সমালোচকরা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে মতবিনিময় করলেন আন্তর্জাতিক সমালোচকরা।

রুদ্র হকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 03:42 PM
Updated : 17 Jan 2018, 03:42 PM

ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিক এসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সমালোচকদের সঙ্গে বাংলাদেশের নির্মাতাদের মতবিনিময় সভা।

সামিয়া জামানের সঞ্চালনায় এতে বিদেশী অতিথিরা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের নির্মাতা মানজারে হাসিন মুরাদ, হায়দার রিজভী, আবু সাইয়িদ, শামিম আক্তার শবনম ফেরদৌসী, অমিতাভ রেজা চৌধুরী, তৌকির আহমেদ প্রমুখ।

ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এবার অবস্থান করছেন আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র সমালোচকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন ফিপ্রেস্কি সদস্যরা।

তাদের অংশগ্রহণে ১৫ জানুয়ারি প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো প্রথম এশিয়ান ফিল্ম ক্রিটিকদের এসেম্বলি। তারপরদিনই সমালোচকরা বসলেন দেশীয় নির্মাতাদের সঙ্গে।

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নবনির্মিত ভবনে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। এ সময় বাংলাদেশের নির্মাতারা দেশীয় চলচ্চিত্রের বর্তমান অবস্থান, সংকট ও সম্ভাবনার দিকগুলি তুলে ধরেন।

চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠানটির আয়োজন প্রসঙ্গে সামিয়া জামান গ্লিটজকে বলেন, “যারা পৃথিবীতে প্রভাব বিস্তারকারী চলচ্চিত্র সমালোচক, তারা বাংলাদেশের ফিল্ম সম্পর্কে খুব একটা জানেন না।

কেউ কেউ হয়তো জানেন, যেহেতু বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন উৎসবে যাচ্ছে। এ উৎসবে যারা এসেছেন তাদের বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে ধারণা দিতে এ উদ্যোগ। খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “বহির্বিশ্বে বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরতে ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিক এসোসিয়েশন বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। প্রতিবছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে নানাধরণের অনুষ্ঠান করছি আমরা।”

অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা মনে করেন, এ ধরণের আয়োজন দেশিয় চলচ্চিত্রকে বিশ্বের কাছে তুলে ধরতে ও চলচ্চিত্র নির্মাণে আন্তর্জাতিক অর্থায়নেও ভূমিকা রাখবে।