ঔপন্যাসিক ভাবনা

ছোটপর্দার নিয়মিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন তার প্রথম উপন্যাস ‘গুলনেহার’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 01:53 PM
Updated : 16 Jan 2018, 01:53 PM

‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের পর বড়পর্দায় নতুন কোনো খবর নেই ভাবনা’র। ফের মন দিয়েছেন ছোটপর্দায়। নিয়মিত অভিনয় করছেন খণ্ডনাটকে।

তবে এখন থেকে শুধু অভিনয়শিল্পী হিসেবেই নয়, ভাবনাকে চিনতে হবে লেখক হিসেবেও। নতুন এ পরিচয়ে তার আবির্ভাব ঘটতে যাচ্ছে আসছে বইমেলায়।

তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত হতে যাচ্ছে ভাবনা-র প্রথম উপন্যাস ‘গুলনেহার’। ৮৭ বছর বয়স্ক এক নারীর বর্তমান ও অতীত স্মৃতির ভেতর ভ্রমণ করে উপন্যাসটি রচনা করেছেন তিনি।

জানালেন বন্ধুর অনুপ্রেরণায় গতবছর সেপ্টেম্বর থেকে লেখা শুরু করেন। প্রায় মাস তিনেক উপন্যাসটিতে মগ্ন ছিলেন তিনি। অবশেষে বই আকারে প্রকাশ পাচ্ছে এটি।

ভাবনা বলেন, “ছোটগল্প আগে থেকেই লিখতাম, এছাড়া নাটকের সিনপসিস-মূল ভাবনাও লিখেছি। গল্পটা মাথায় ঘুরছিল।

পাছে লোকে কিছু বলে এই ভয়ে লেখা শুরু করছিলাম না। পরে বন্ধুর অনুপ্রেরণা ও সাহসে লেখা শুরু করি। পাঠকদের আমন্ত্রণ বইটি পড়ার।”

চয়নিকা চৌধুরীর পরিচালনায় সম্প্রতি দু’টি খণ্ড নাটকে অভিনয় করেছেন ভাবনা।

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নাটকের কাজেই ব্যস্ত বড়পর্দায় সম্প্রতি অভিষেক ঘটা এ অভিনেত্রীর।