ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে ‘সার্কেল’

১৬তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিচুয়াল বিভাগে আগামী ১৯ জানুয়ারি প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘সার্কেল’ ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 12:49 PM
Updated : 16 Jan 2018, 12:49 PM

আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ চৈত্রসংক্রান্তি উৎসব। এ উৎসবে টাঙ্গাইলের ভাদ গ্রামের জনপদের মানুষের চড়কপূজা, কৃত্য, উপাচারের বিভিন্ন দৃশ্যায়ন টানা ৫ বছর বিভিন্ন সময়ে ক্যামেরাবন্দী করে ‘সার্কেল বা আবর্তন’ প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শান্তনু হালদার।

নর ও নারী সত্ত্বার ভাব দর্শন, দেহতত্ত্ব, সর্বপ্রাণবাদ ও কালসম্পর্কিত দর্শন এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

চলচ্ছবি প্রযোজিত প্রামাণ্য চলচ্চিত্রটি ১৬তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিচুয়াল বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী ১৯ জানুয়ারি রাশিয়ান কালচারাল সেন্টারে প্রদর্শিত হবে এটি।

এ প্রসঙ্গে শান্তনু হালদার বলেন, “উৎসবসংশ্লিষ্ট মানুষরা নিত্যকার জীবন ভুলে অনিত্যের দিকে যাত্রা করে। এই যাত্রার মধ্য দিয়ে প্রাত্যহিক জীবনে বাঁচবার নতুন রসদ খুঁজে পায় ওরা। প্রবহমান আগ্রাসী সংস্কৃতির বাজারে আমরা যেভাবে সাঁতার কাঁটছি তার বিপরীতে উল্টো সাঁতার কাটায় ‘সার্কেল’ প্রামাণ্য চলচ্চিত্রটি।”

‘সার্কেল বা আবর্তন’ উৎসর্গ করা হয়েছে প্রয়াত অভিনেতা দিলীপ চক্রবর্তীকে, যিনি প্রামাণ্য চলচ্চিত্রে ধারণকৃত জনপদের একজন ছিলেন।

২৮ মিনিট ব্যাপ্তীকালের চলচ্চিত্রটির পান্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা নিজেই। সম্পাদনায় রিপন সাহা, ক্যামেরায় খান আল মামুন ইসলাম ও শান্তনু হালদার ।

ধারা বর্ণনায় লালটু হোসেন। সাব টাইটেল করেছেন শাহমান মৈশান ও জায়েদ সিদ্দিকি।

শান্তনু হালদারের প্রথম প্রামাণ্য চলচ্চিত্র ‘দি ওয়েভ’ দেশ-বিদেশের বিভিন্ন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে প্রসংশার পাশাপাশি অসংখ্য পুরস্কারে অর্জন করেছে।