চলে গেলেন সরোদীয়া পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত

সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ চলে গেলেন বিশিষ্ট এই সরোদীয়া । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫বছর ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 01:07 PM
Updated : 15 Jan 2018, 01:14 PM

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে মারা গেলেন কিংবদন্তি সরোদশিল্পী পন্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত ।

আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন এই শিল্পী ।

সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ কালীঘাটের প্রতাপাদিত্য প্লেসের বাড়িতেই মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তার মরদেহ পিস হেভেনে রাখা হয়েছে, বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।

শিল্পীর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক টুইটে তিনি লিখেছেন,‘বিশিষ্ট সরোদবাদক পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই । বিশ্বের শাস্ত্রীয় সংগীতজগতে অপূরণীয় ক্ষতি । তার আত্মা শান্তি পাক । তার পরিবারের প্রতি সমবেদনা ।’

 

বিহারের ভাগলপুরে ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি এই শিল্পীর জন্ম । সংগীতাচার্য রাধিকামোহন মৈত্রের কাছে শৈশবে তার বাদ্যযন্ত্র শিক্ষার শুরু। তার বাবা জেলাশাসক হলেও ছোটবেলা থেকেই তিনি ছিলেন সংগীতের অনুরাগী ।

অতিথি শিল্পী হিসেবে অল ইন্ডিয়া রেডিওতে তার আত্মপ্রকাশ । সারাজীবনে সতেরোটিরও বেশি জাতীয় পর্যায়ের অনুষ্ঠান করেছেন ।

২০১১ সালে শিল্পীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার । ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ ও সঙ্গীত মহাসম্মান প্রদান করে ।

তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে ।