ক্যান্সারের সঙ্গে লড়ছেন ফুয়াদ

থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 11:29 AM
Updated : 15 Jan 2018, 09:37 AM

রোববার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক ভিডিওবার্তায় ভক্তদের মন খারাপের সংবাদটি দিয়েছেন তিনি।

তিনি জানান, সম্প্রতি তার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। তবে কোন স্টেজে আছে এখনও সঠিকভাবে বলতে পারেননি তিনি।

ভিডিওবার্তার নীচে শুভাকাঙ্খীরা কমেন্টে সমবেদনা জানিয়েছেন ফুয়াদকে। অনেকে সাহস জুগিয়েছেন। রোগ থেকে খুব শিগগিরই মুক্তি পাবেন-এমনটাই প্রত্যাশা এ শিল্পীর।

ভিডিওবার্তায় তিনি বলেন, “থাইরয়েড ক্যানসার হল সহজে নিরাময়যোগ্য একটি রোগ। ইনশাল্লাহ আমি ভালো হয়ে উঠব। সবাই আমার জন্য দোয়া করবেন।”

গত কয়েক বছর ধরেই আমেরিকায় বাস করছেন তিনি। পড়াশোনাও সেখানেই। মাঝে মধ্যে দেশে ফিরলেও গানের সঙ্গে আছেন নিয়মিতই।

সম্প্রতি তার সংগীতায়োজনে ‘চলো না’ শিরোনামে একটি মিউজিক ভিডিও অনলাইনে ছাড়া হয়েছে।

হাবিব ওয়াহিদের গাওয়া গানটি ইতিমধ্যে প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। কিছুদিন আগে ফুয়াদের কথা-সুর-সংগীতে ‘লিজেন্ড’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন শাফিন আহমেদ।