দেশব্যাপী শহীদ মিনার পরিচ্ছন্নতায় পিপলস থিয়েটার এসোসিয়েশন

দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচী নিয়েছে পিপলস থিয়েটার এসোসিয়েশন (পিটিএ)

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2018, 11:13 AM
Updated : 12 Jan 2018, 11:13 AM

প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী একযোগে পিটিএ’র অন্তর্ভুক্ত সারাদেশের শিশু সংগঠন এবং যুব সংগঠন শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করতে যাচ্ছে। কর্মসূচীর আওতায় নিজ এলাকার শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম সম্পন্ন করবে তারা।

সংগঠনের পক্ষ থেকে আজিজুর রহমান সুমন জানান, আগামী ১৩ জানুয়ারি পিপলস থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় পালিত হচ্ছে এ কর্মসূচী।

এতে অংশগ্রহণকারী সংগঠনগুলোর শিশু-কিশোর ও যুবকর্মীরা পৃথক পৃথকভাবে দলবদ্ধ হয়ে শহীদ মিনারের মূল বেদীসহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করবে।

ঐদিন সকাল ৯টা ৩০মিনিটে ঢাকা মহানগরের বিভিন্ন সংগঠনের শিশু-কিশোর ও যুব বন্ধুরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রগণ করবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে সকলের অংশগ্রহণে প্রথমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ১মিনিট নীরবতা পালন করা হবে।

কর্মসূচী শেষ হবে ‘স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত’ এই শপথ পাঠের মাধ্যমে।