তরুণদের জন্য টিভি সিরিজ ‘হ্যালো চেক!’

আগামী শনিবার থেকে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রচার শুরু হবে তারুণ্য নির্ভর টিভি সিরিজ ‘হ্যালো চেক!’

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2018, 12:13 PM
Updated : 11 Jan 2018, 12:13 PM

বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে এ অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে রুটগার্স এবং আইকিয়া ফাউন্ডেশনের সহায়তায়।

নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, তরুণদের আশা-আকাঙ্খা, ভয়, হতাশা ও স্বপ্ন নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানের পর্বগুলো।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন চার উপস্থাপক অতসী, বাসমা, আবির ও ফারহান। তারা দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়েছে।

কখনও ফরিদপুরের ফটো স্টুডিও চালানো নারী উদ্যোক্তার কথা আবার কখনও মহাকাশে ন্যানো স্যাটেলাইট পাঠানো তরুণদের স্বপ্নজয়ের গল্প উঠে এসেছে ‘হ্যালো চেক!’ অনুষ্ঠানে।

এর সম্প্রচার উপলক্ষে বৃহস্পতিবার বিএফডিসি’র ৮ নম্বর ফ্লোরে সংবাদ সম্মেলন ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিটের উপ-পরিচালক (পিএম) জাকিয়া আক্তার।

বক্তব্য রাখেন এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান ও বিবিসি মিডিয়া এ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর রিচার্ড লেইস।

অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৯টায় প্রচার হবে ও পুনঃপ্রচারিত হবে রবিবার সকাল ৮টা ৪৫ মিনিটে।