খুব কষ্ট লাগছে: শাবনূর

১২ জানুয়া‌রি দেশজু‌ড়ে ৭০ প্রেক্ষাগৃ‌হে মু‌ক্তি পা‌চ্ছে শাবনূ‌রের চল‌চ্চিত্র 'পাগল মানুষ।' সোমবার সন্ধ্যায় আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে গণমাধ্য‌মের মু‌খোমু‌খি হন এ না‌য়িকা।

‌গ্লিটজ প্র‌তিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 11:47 AM
Updated : 9 Jan 2018, 03:59 PM

২০১২ সালে শুরু হওয়া সি‌নেমা‌টি শেষ হওয়ার আগেই মৃত্যু হয় প‌রিচালক এম এম সরকা‌রের।

প‌রে বদিউল আলম খোকনের সার্বিক তত্ত্বাবধানে ছবিটির নির্মাণ শেষ হয়। দীর্ঘ পাঁচবছর পর হ‌লেও সি‌নেমা‌টি মু‌ক্তি পা‌চ্ছে ব‌লে আনন্দিত শাবনূর।

ত‌বে আনন্দঘন মুহূ‌র্তে ছ‌বির প‌রিচালক এম এম সরকার‌কে ভীষণ মিস কর‌ছেন তি‌নি।

শাবনূর ব‌লেন, “আমার খুব কষ্ট লাগছে যে আমার ছবির পরিচালক আমার পাশে নেই। আমাকে খুব স্নেহ করতেন তিনি। ছবির বেশির ভাগ কাজই তিনি শেষ করেছিলেন। সেই জায়গা থেকে বলতে পারি একটি ভালো ছবি হতে যাচ্ছে।”

‌সি‌নেমা‌টি হ‌লে গি‌য়ে দর্শক‌দের দেখার আহ্বান জা‌নি‌য়ে‌ তি‌নি ব‌লেন, “শুধু আমার অভিনীত ছবি না, নতুন কোনো শিল্পীর ছবি মুক্তি পেলেও চেষ্টা করি হলে গিয়ে তাদের কাজ দেখার। আশা কর‌ছি, দর্শকরাও সি‌নেমাটি উপ‌ভোগ কর‌বেন।”

সি‌নেমায় শাবনূ‌রের বিপরী‌তে অ‌ভিনয় ক‌রে‌ছেন নবাগত শা‌য়ের খান। শাবনূ‌রের ম‌তো প্র‌তি‌ষ্ঠিত না‌য়িকার‌ স‌ঙ্গে স্ক্রিন শেয়া‌রের কৃ‌তি‌ত্বে আনন্দিত তি‌নি।

ব‌লেন, “উনি (শাবনূর) খুব হেল্পফুল। কা‌জের ক্ষে‌ত্রে সবসময়ই সহ‌যোগিতা পে‌য়েছি। অ‌নেক কিছু শেখার আছে তার কা‌ছে।”

সংবাদ স‌ম্মেল‌নে মিশা মওদাগর, ডনসহ ছ‌বির অন্যান্য কলাকুশলীরাও উপ‌স্থিত ছি‌লেন।