গল সাহিত্য উৎসবে গাইবে ‘চিরকুট’

শ্রীলংকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গল সাহিত্য উৎসবে পারফর্ম করতে যাচ্ছে চিরকুট।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 12:57 PM
Updated : 8 Jan 2018, 12:57 PM

আগামী ২৪ জানুয়ারি থেকে শ্রীলংকায় শুরু হতে যাচ্ছে ‘ফেয়ারওয়ে গল লিটারেরি ফেস্ট-২০১৮’। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে বাংলাদেশের ব্যান্ড চিরকুট।

এ বছর এই আয়োজনে সারা পৃথিবী থেকে একমাত্র ব্যান্ড হিসেবে আমন্ত্রণ পেয়েছে দলটি।

দলের অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমীর কথাতেও সেই কারণে আনন্দের রেশ, তিনি বলেন, “গল লিট ফেস্টের ব্যাপ্তি ও গুরুত্ব অনেক। সারা পৃথিবী থেকে এ উৎসবে সাহিত্যিক, লেখক, কবি আসেন। তাদের সামনে চিরকুট গান পরিবেশন করবে, এটা আমাদের জন্য বড় পাওয়া।

এ উৎসবে অসংখ্য দেশের অসংখ্য ভাষার মানুষ আসবেন, সেখানে আমরা বাংলা ভাষার গান গাইবো, দেশকে প্রতিনিধিত্ব করবো এটা আমাদের জন্য বেশ গর্বের।”

সুমী জানান, উৎসবে ২৬ জানুয়ারি অন্য আরেকটি সেশনেও পারফর্ম করবেন তারা।

শুধু গল লিট ফেস্টই নয়, এ সফরে চিরকুট গাইবে আরও একটি আন্তর্জাতিক উৎসবে। আগামী ২৮ জানুয়ারি বেসরকারি উন্নয়ন সংস্থা ছেভালংকার আয়োজনে কলম্বোতে অনুষ্ঠিতব্য ‘মিউজিক অব ফোক’ উৎসবেও গাইবেন তারা।

উৎসবটি শ্রীলংকা-নরওয়ে মিউজিক কোঅপারেশনের যৌথ নিবেদন।