আত্মজীবনী লিখছেন ফেরদৌসী রহমান

নিজের জীবনকে মলাটবন্দী করার উদ্যোগ নিয়েছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। গত বছরের মাঝামাঝিতে শুরু করা লেখার কাজ ইতিমধ্যে অর্ধেকেরও বেশি শেষ হয়েছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 10:46 AM
Updated : 8 Jan 2018, 10:46 AM

তিনি গ্লিটজকে বলেন, “লেখা বেশ খানিকটা এগিয়েছে। একা পারছি না। কারও সাহায্য নিতে হবে। লেখা শেষ করে কম্পাইল করে এডিটিং করতে দেব। তাড়াহুড়া করে বইটা বের করতে চাই না। সময় নিয়েই কাজটা গুছিয়ে করতে চাই।”

আসছে বইমেলায় বইটি প্রকাশ হবে কি?

তিনি বলেন,“নিশ্চিত বলতে পারছি না। কয়েকজন প্রকাশক বেশ উৎসাহ দেখিয়েছে। ওদের বলেছি লেখাটা শেষ করেই জানাব। কাউকেই কথা দিই নি।”

আত্মজীবনী ছাড়াও গানের সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছেন এ গুণী শিল্পী। সংকলনটি নিয়ে বলেন, “আমার গানের গীতিকার, সুরকার কে-এটা অনেকে জানে না। অনেকে ফোন করে জিজ্ঞাসা করে ওই গানটা কত সালে রিলিজ পেয়েছিল। এই তথ্যগুলোকে একত্রে আনতেই উদ্যোগটা নিয়েছি।”

১৯৭৭ সালে সেরা সংগীত পরিচালক হিসেবে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, নাসিরুদ্দীন স্বর্ণপদক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, চুরুলিয়া নজরুল স্বর্ণপদকসহ আরো অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।