শেষ হচ্ছে ‘১২তম ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক কেন্দ্রীয় নাট্যোৎসব’

আগামীকাল শেষ হতে যাচ্ছে ৮দিনব্যাপী ‘১২তম ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক কেন্দ্রীয় নাট্যোৎসব’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 11:22 AM
Updated : 17 Dec 2017, 11:22 AM

‘আমরা ফুরিয়ে যাই তোমাদের তরে অফুরান হতে’এই প্রতিপাদ্য নিয়ে গত ১১ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুরু হয় ৮দিনব্যাপী ‘১২তম ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক কেন্দ্রীয় নাট্যোৎসব’।

এবারের উৎসবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত ১৭টি নাটক মঞ্চস্থ হয়েছে।

এবারের উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ ওয়ালীউল্লাহ, আহমদ ছফা, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিম আল দীন, আব্দুল্লাহ আল মামুন, বাদল সরকার, মমতাজউদ্দিন আহমদ প্রমুখ বাংলা সাহিত্যের কালজয়ী লেখকের সাহিত্যকর্মের নাট্যরূপ উপস্থাপিত হচ্ছে।

আগামীকাল, ১৮ ডিসেম্বর সোমবার সমাপনী সন্ধ্যায় মঞ্চের আলোয় আসবে আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প অবলম্বনে নাটক ‘তারাবিবির মরদ পোলা’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রাগীব নাঈম।

উৎববের পর্দা নামবে মমতাজউদদীন আহমদ’র ‘কী চাহ শঙ্খচিল’ নাটকটির মাধ্যমে। নাটকটির বিনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন কীর্তি বিজয়া।

নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ-মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ডার্ড গ্রুপের পরিচালক শিকওয়া নাজনীন। সমাপনী বক্তব্য রাখবেন, নাট্যজন রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করবেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবির।

গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সন্ধ্যায় মঞ্চস্থ হয় প্রখ্যাত নাট্যকার আব্দুল্লাহ আল-মামুনের দুইটি নাটক। মো: আশরাফুল আলমের নির্দেশনায় ‘মাইকমাস্টার’ ও নাছুমা হকের নির্দেশনায় ‘তৃতীয় পুরুষ’নাটক দু’টি উপভোগ করেন দর্শক।

থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বর্তমান চেয়ারম্যান, ড. আহমেদুল কবির বলেন, “আমাদের বিভাগের এই নাট্যোৎসব ইতিমধ্যে বাংলাদেশের সাংস্কৃতিক সত্ত্বার শিকড়ে প্রোথিত হয়েছে বলে বিশ্বাস করি। বিজয়ের মাসে ‘আমরা ফুরিয়ে যাই তোমাদের তরে অফুরান হতে’এই প্রতিপাদ্য মুক্তিযুদ্ধের আত্মোৎসর্গের ইতিহাস ও মহিমাকে ইঙ্গিত করে। একই সঙ্গে এই প্রতিপাদ্য নাট্যশিল্পের ক্ষণস্থায়িত্বের চিরন্তন বোধকেও তুলে ধরে। বিভাগের জ্ঞানমুখী নাট্যচর্চার একটি সামগ্রিক রূপরেখা হয়ে দর্শকের প্রাণে বিম্বিত হবে, ৮দিনব্যাপী নাট্যোৎসবে এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।”

আজ রোববার উৎসবের সপ্তম দিনে মঞ্চস্থ হবে বৃটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের ‘ডাম্ব ওয়েটার’। রবিউল আলমের অনুবাদে নাটকটির নির্দেশনা দিয়েছেন মো: শামীম মিয়া। এছাড়াও বাংলা বর্ণনাত্মক নাটকের পথিকৃৎ পুরুষ সেলিম আল দীনের ‘অলৌকিক রন্ধন প্রণালী’নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন নুসরাত জাহান।

ছবি ক্যাপশন: সমাপনী দিনে মঞ্চস্থ হবে আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প অবলম্বনে নাটক ‘তারাবিবির মরদ পোলা’।