দুইবছর পর ‘লাইফ ইজ বিউটিফুল’

১৭ ডিসেম্বের রবিবার সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহের মুসলিম ইনস্টটিউিটে প্রযোজনাটির ১৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 11:44 AM
Updated : 15 Dec 2017, 11:44 AM

ময়মনসিংহের অনসাম্বল থিয়েটারের পথ চলার ১০ বছর উপলক্ষে আয়োজিত নাট্যোৎসবে অংশ নিচ্ছে মাইম আর্ট এর অন্যতম প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’।

তারুণ্যে সমস্যা-সংকট, মানুষের শৈশব-কৈশোরের স্মৃতিকাতরতা, বেকারত্ব প্রভৃতি অসঙ্গতি ও তার থেকে মুক্তির উপায় নিয়ে মূকাভিনয়ে পূর্ণাঙ্গ মূকনাট্য ‘লাইফ ইজ বিউটিফুল’।

মাইম আর্ট-এর প্রযোজনায় সোয়া এক ঘণ্টার এই নির্বাক মূকনাট্যটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নিথর মাহবুব। নাটকটিতে অভিনয়ও করেছেন তিনি।

তিনি বলেন,“ ‘লাইফ ইজ বিউটিফুল’ প্রযোজনাটি মঞ্চে আসার পর অনেক প্রশংসা পেলেও মিলনায়তন সংকটের কারণে এর নিয়মিত মঞ্চায়ন সম্ভব হয় না। আবার এই প্রযোজনাটি খোলা পরিবেশেও মঞ্চায়ন সম্ভব না।

মিলনায়তন বরাদ্দ পেতেও সমস্যা হচ্ছে। বছরে মাত্র দুই থেকে তিনবার মিলনায়তন বরাদ্দ পাচ্ছি আমরা। প্রযোজনাটি মঞ্চে এনেছিলাম তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে। হতাশাগ্রস্ত যুবকদের আত্মহত্যার প্রতি নিরুৎসাহী করতে।”

১৭ ডিসেম্বের রবিবার সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহের মুসলিম ইনস্টটিউিটে জনপ্রিয় এ মূকাভিনয় প্রযোজনাটির ১৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।