মহিলা সমিতির মঞ্চে ‘নিত্যপুরাণ’

শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 04:12 PM
Updated : 15 Dec 2017, 06:18 AM

নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল আঠারো বছর আগে। দর্শকমহলে ভালো সাড়া ফেলেছিল নাটকটি।

নাটকের মূল চরিত্র একলব্য’র ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন দিলীপ কুমার। পরে এই অভিনেতার মৃত্যুর পর থমকে যায় ‘নিত্যপুরাণ’-এর পথচলা।

প্রায় ১৪ বছর পর একলব্য চরিত্রে মামুন চৌধুরী রিপনের অভিষেকের মধ্য দিয়ে ১১ নভেম্বর মঞ্চে ফেরে নাটকটি।

১১, ১২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ও ২৫ নভেম্বর মহিলা সমিতিতে হয় নাটকটির তৃতীয় প্রদর্শনী।

১৫ ডিসেম্বরের প্রদর্শনীর মধ্য দিয়ে হতে যাচ্ছে এ নাটকের দ্বিতীয় দফায় চতুর্থ প্রদর্শনী। 

নাটকটি প্রসঙ্গে নাট্যকার মাসুম রেজা গ্লিটজকে বলেন, “আমরা দ্বিতীয় দফায় নিত্যপুরাণ শুরু করে বেশ ভালো সাড়া পেয়েছি। বিগত তিনটি প্রদর্শনীই হাউজফুল ছিল। আর দিলীপ দা’র পরিবর্তে নতুন একলব্যকে দর্শক কীভাবে নেয় সেটা নিয়ে ভাবনায় ছিলাম। পরে দেখলাম নতুন একলব্য মামুনকে দর্শক বাহবা দিচ্ছে।”

মামুন চৌধুরী রিপন ছাড়াও নাটকে ব্যাসদেব চরিত্রে আসিফ হাসান, যুধিষ্ঠিরের চরিত্রে কামাল আহমেদ, ভীমসেন চরিত্রে ফিরোজ আলম, অর্জুনের চরিত্রে লরেন্স উজ্জ্বল গমেজ, নকুল চরিত্রে হোসাইন নিরব, সহদেবের চরিত্রে মাইনুল হাসান মাঈন, দ্রোণাচার্যের চরিত্রে সমাপন সরকার ও দ্রৌপদীর চরিত্রে অভিনয় করছেন বন্যা মির্জা।