চলে গেলেন ‘ফির হেরা ফেরি’ পরিচালক নীরজ ভোরা

বৃহস্পতিবার পৃথিবী ছেড়ে চলে গেলেন বলিউড পরিচালক ও অভিনেতা নীরজ ভোরা। পরিচালনার পাশাপাশি ‘রাজু বান গয়া জেন্টলম্যান’, ‘আকেলে হাম আকেলে তুম’ সহ বেশ কিছু সাড়াজাগানো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 12:44 PM
Updated : 14 Dec 2017, 03:46 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ১৪ ডিসেম্বর রাত ৩টায় মুম্বাইয়ের কৃতি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীরজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

গণমাধ্যমকে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে নির্মাতা অশোক পন্ডিত বলেন, “বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আনা হয়। সেখানেই রাত ৩টায় মারা যান তিনি।”

২০১৬ সালে হৃদরোগে ক্রিয়ার আক্রান্ত হন নীরজ ভোরা। পরবর্তীতে স্ট্রোক হলে কোমায় চলে যান এ খ্যাতিমান পরিচালক।

সে সময় তার দেখভালের দায়িত্ব নেন প্রযোজক ফিরোজ নাদিয়াড়ওয়ালা। তার বাড়ির একটি রুমকে আইসিইউ বানিয়ে সেখানেই ‘ফির হেরা ফেরি’ পরিচালককে রাখেন ফিরোজ।

১৯৮৪ সালে ‘হোলি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় শুরু করেন নীরজ। সে সিনেমায় তার সহ-অভিনেতা ছিলেন আমির খান।

এরপর ‘হ্যালো ব্রাদার’, ‘পুকার’, ‘বোল বচ্চন’, ‘রাজুবান গয়া জেন্টলম্যান’, ‘আকেলে হাম আকেলে তুম’ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

২০০০ সালে অক্ষয় কুমার অভিনীত ‘খিলাড়ি ৪২০’ দিয়ে পরিচালনায় আসেন তিনি। জনপ্রিয় কমেডি সিরিজ ‘হেরা ফেরি’র দ্বিতীয় কিস্তি ‘ফির হেরা ফেরি’ পরিচালক হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

অভিনয় ও পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার ও লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ৩টায় মুম্বাইয়ের সান্তাক্রুজ সিমেট্রিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।