ফেব্রুয়ারিকেই লাকি মানছেন সেলিম

মনপুরা’র পর গিয়াস উদ্দিন সেলিম নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ মুক্তি পেতে যাচ্ছে নতুন বছরের ফেব্রুয়ারিতেই।

রুদ্র হকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 02:30 PM
Updated : 13 Dec 2017, 02:30 PM

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সাড়া জাগানো চলচ্চিত্র ‘মনপুরা’র পর নতুন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ নিয়ে বড়পর্দায় আসছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। নির্মাণ শেষে সেন্সরবোর্ডে যাচ্ছে চলচ্চিত্রটি। মুক্তি পরিকল্পনা আসছে ফেব্রুয়ারিতেই।

২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ‘মনপুরা’ চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি মুক্তির পর দীর্ঘ বিরতি ভেঙে চলতি বছর চলচ্চিত্র নির্মাণে আসেন সেলিম। চলতি বছর ফেব্রুয়ারিতেই ‘স্বপ্নজাল’ ছবির শুটিং শুরু করেছিলেন তিনি।

সেই ফেব্রুয়ারিতেই মুক্তি?

কিছুটা হেসে গ্লিটজের কাছে সেলিমের উত্তর-“হ্যাঁ, আমরা পরিকল্পনা করছি ফেব্রুয়ারিতেই মুক্তি দেওয়ার। নির্মাণ কাজ শেষ। সেন্সরে জমা দিচ্ছি সাত আট দিনের মধ্যেই। নতুন বছরের ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘স্বপ্নজাল’।”

দারুন ব্যবসাসফল হয়েছিল ‘মনপুরা’। ছোটপর্দার চঞ্চল চৌধুরী-ফারহানা মিলিকে নিয়ে বড়পর্দায় বাজি ধরেছিলেন নির্মাতা।

ফের বাজি ধরলেন হালের নায়িকা পরীমনি আর নবাগত রোহানকে নিয়ে। নতুন বাজিতে কি জিতবেন সেলিম?

তার উত্তর-“আমি সবসময় দর্শকের জন্য নির্মাণ করেছি। দর্শক গ্রহণ করেছে। এবারও তাই করেছি। ‘স্বপ্নজাল’ দর্শকের ভালো লাগবে-এমনই প্রত্যাশা করছি।”

নদীতীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা ইলিশ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চলচ্চিত্র ‘স্বপ্নজাল’-এর গল্প। চলতি বছরের ফেব্রুয়ারিতে নদীবেষ্টিত চাঁদপুরে শুটিং শুরু হয় সিনেমাটির। চাঁদপুর ও কলকাতায় বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়েছে।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি ও নবাগত রোহান। এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন- ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।