হাসপাতালে নির্মাতা মাসুদ সেজান

অসুস্থ হয়ে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে আছেন ছোটপর্দার নির্মাতা মাসুদ সেজান।

গ্লিটজ প্র‌তিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 01:51 PM
Updated : 13 Dec 2017, 01:51 PM

নির্মাতার ঘনিষ্ঠজন আসাদ রহমান বলেন, “গত ১০ ডিসেম্বর দুপুরে হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন, তাকে তাৎক্ষনিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি সিসিইউতে ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন।”

টিভি নাটকের জনপ্রিয় এ নির্মাতা ‘চলিতেছে সার্কাস’, ‘পল্টিবাজ’, ‘অতঃপর টিয়া পাখি উড়িয়া চলিল’, ‘ফোর সাবজেক্ট’, ‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন।

১৯৮৮-৯০ সালের দিকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তার লেখা দুটি পথনাটক ‘কিসের আলামত’, ‘সংগ্রাম চলবেই’ আলোড়ন তোলে।

নাটক নির্মাণের আগে পেশাগত জীবনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।