বুদ্ধিজীবী দিবসের তথ্যচিত্র ‘এক বিন্দু অশ্রু’

একাত্তরে প্রাণ বিসর্জন দেওয়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘এক বিন্দু অশ্রু’।

গ্লিটজ প্র‌তিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 01:18 PM
Updated : 13 Dec 2017, 01:18 PM

১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে বুদ্ধিজীবী হত্যা করেছে পাক বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা। একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সেই বিভীষিকাময় চিত্রই উঠে এসেছে অনুষ্ঠানে। সেই দিনগুলির আলোকে বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞরা ব্যাখ্যা করবেন, কেন বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল দোসররা।

প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের মাধ্যমে নিষ্ঠুর হত্যাকান্ডের ঘটনা জীবন্ত হয়ে উঠবে ‘এক বিন্দু অশ্রু’ শিরোনামের তথ্যচিত্রের মাধ্যমে। নতুন প্রজন্মের কয়েকজন প্রতিনিধি জানাবেন, শহীদ বুদ্ধিজীবী দিবসকে তারা কীভাবে হৃদয়ে ধারণ করেছেন।

আমজাদ কবীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।