বীরাঙ্গনা ও যুদ্ধশিশু’র নাটক ‘পিয়ানো’

বিজয়দিবস উপলক্ষে নির্মিত হলো নাটক ‘পিয়ানো’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 01:15 PM
Updated : 13 Dec 2017, 01:15 PM

মাসুম শাহরিয়ারের রচনায় আবু হায়াত মাহমুদের পরিচালনায় সম্প্রতি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত নাটক ‘পিয়ানো’।

“যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু যু্দ্ধপরবর্তীতে এমন কিছু ঘটনা থেকে যায় যা বাকিজীবনে মানুষের মনে রেশ থেকে যায়। তেমনই একটি গল্প ‘পিয়ানো’”-বললেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশে জন্ম নেয় অসংখ্য যুদ্ধশিশু। নাম পরিচয় গোপন রেখে তারা বেড়ে উঠেছে আমাদের চারপাশেই। তেমনই এক যুদ্ধ শিশু রাশেদ।

মুক্তিযোদ্ধা শাহেদের পরিচয়ে বেড়ে ওঠা রাশেদ বড় হয়ে জানতে পারে তার জীবনের অতীত। এ অতীত উন্মোচনে ভূমিকা রাখে তার বাবা শাহেদের রেখে যাওয়া পিয়ানোটি। সে জানতে পারে, তার মা ছিলেন মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনা। মায়ের সম্মান রাখতেই মুক্তিযোদ্ধা শাহেদের পরিচয়ে বড় হয়েছে সে।

এমনই গল্পে রাজধানীর পুরান ঢাকার লোকেশনে গত ৩ ও ৪ ডিসেম্বর নাটকটি নির্মিত হয়েছে।

নাটকে যুদ্ধশিশু’র ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। তার বোনের চরিত্রে অভিনয় করেছেন তারিণ। এছাড়াও অন্যান্য চরিত্রগুলোতে দেখা যাবে শেখ মাহবুবুর রহমান, নওশিন ইসলাম দিশা, আরুবা আফসান জারাকে।

নাটকটির চিত্রগ্রহণ করেছেন নাহিয়ান বেলাল।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে ১৬ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি।