গোল্ডেন গ্লোব মনোনয়নে এগিয়ে ‘দ্য শেইপ অফ ওয়াটার’

প্রকাশিত হলো ‘গোল্ডেন গ্লোব ২০১৮’ পুরস্কারের পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 04:24 PM
Updated : 11 Dec 2017, 04:24 PM

বছর ঘুরে আবারও বসতে চলেছে হলিউডের নামকরা পুরস্কার আসর ‘গোল্ডেন গ্লোব’ এর ৭৫তম অধিবেশন।

রয়টার্স জানায়, সোমবার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে প্রকাশিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কারের পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা।

তালিকাটি ঘোষণা করেন হলিউড তারকা ক্রিস্টিয়ান বেল, শ্যারন স্টোন, আলফ্রে উদার্দ, গ্যারেট হেডলুন্ড প্রমুখ।

সাতটি বিভাগে মনোনয়ন পেয়ে গোল্ডেন গ্লোবের এবারের আসরের নেতৃত্ব দিচ্ছে ডেল তোরো’র রোমান্টিক ফ্যান্টাসি ‘দ্য শেইপ অফ ওয়াটার’।

এরপরেই আছে স্টিফেন স্পিলবার্গের ‘দ্য পোস্ট’। সেরা সিনেমা, চিত্রনাট্য, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও সংগীত নিয়ে ৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে মেরিল স্ট্রিপ ও টম হ্যাঙ্কস অভিনীত এ পলিটিক্যাল থ্রিলার।

‘দ্য শেইপ অফ ওয়াটার’

সেরা সিনেমা, পরিচালনা ও সংগীত- তিন বিভাগে মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের যুদ্ধের সিনেমা ‘ডানকার্ক’। মনোনয়নের দিক দিয়ে সংখ্যায় কম হলেও ২০১৭-এর অন্যতম সাড়াজাগানো ‘ডানকার্ক’ সিনেমাটি দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি অনেক দর্শকই।

তাই গোল্ডেন গ্লোব আসরে এবার দুই প্রতিদ্বন্দ্বী স্পিলবার্গ ও নোলানের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।

টিভি সিরিজ বিভাগে মনোনয়ন তালিকায় শীর্ষে রয়েছে ‘দ্য সিনার’, ‘দিস ইজ আস’, ‘বিগ লিটিল লাইস’।

বিদেশী ভাষার সিনেমা বিভাগে মনোনীত হয়েছে অ্যঞ্জেলিনা জোলি পরিচালিত ‘ফার্স্ট দে কিল্ড মাই ফাদার’ ছাড়াও ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’, ‘ইন দ্য ফেইড’, ‘লাভলেস’ ও ‘দ্য স্কয়ার’।

সেরা অ্যানিমেশন সিনেমা বিভাগে স্থান পেয়েছে ‘দ্য বস বেবি’, ‘দ্য ব্রেড উইনার’, ‘ফার্দিনান্দ’, ‘কোকো’ ও ‘লাভিং ভিনসেন্ট’।

৮ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলে বসবে ৭৫তম গোল্ডেন গ্লোবের পুরস্কার আসর।

শেঠ মায়ার্সের উপস্থাপনায় মার্কিন টিভি চ্যানেল এনবিসি’র পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি।