দিলীপ কুমারের সেরা পাঁচ চরিত্র

একাধারে ষাট, সত্তর ও আশির দশক জুড়ে দর্শক মাতিয়ে রেখেছেন খ্যাতিমান ভারতীয় অভিনেতা দিলীপ কুমার। ১১ ডিসেম্বর ৯৬তম জন্মদিনে জেনে নিন এ বলিউড অভিনেতার সেরা পাঁচটি চরিত্রের কথা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 03:56 PM
Updated : 11 Dec 2017, 03:56 PM

১৯২২ সালের এই দিনে ব্রিটিশ ভারতের পেশোয়ার রাজ্যে জন্মগ্রহণ করেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেতা দিলীপ কুমার। পিতৃপ্রদত্ত নাম মোহাম্মদ ইউসুফ খান হলেও বলিউডে দিলীপ কুমার নামেই পরিচিতি লাভ করেন তিনি।

১৯৪৪ সালে ‘জোয়ার-ভাটা’ সিনেমার মাধ্যমে বলিউডের রুপালি পর্দায় পা রাখেন তিনি।

এরপর ‘দিদার’, ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘রাম অউর শ্যাম’, ‘শক্তি’, ‘সওদাগর’ সহ অসংখ্য সাড়াজাগানো সিনেমায় অভিনয় করেছন তিনি।

অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ভারতের জাতীয় পুরস্কার ও ৮ বার ফিল্মফেয়ার পুরস্কার সহ জিতেছেন অসংখ্য নামকরা পুরস্কার।

জন্মদিনে দিলীপ কুমার অভিনীত স্মরণীয় পাঁচ চরিত্র নিয়ে সাজানো হলো এ প্রতিবেদন।

১. দেবদাস (১৯৫৫):

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে বলিউডে নির্মিত ‘দেবদাস’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমার।

বিমল রায় পরিচালিত এ সিনেমায় ‘পার্বতী’ চরিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুচিত্রা সেন। চন্দ্রমুখী চরিত্রে দর্শকমাৎ করেছিলেন বৈজয়ন্তীমালা।

এ ছবিতে দেবদাস চরিত্রে দিলীপ কুমারের অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি।

২. মুঘল-ই-আজম (১৯৬০):

ভারতীয় সিনেমার ইতিহাসে ‘মুঘল-ই-আজম’কে ধরা হয় অন্যতম যুগান্তকারী সিনেমা। বক্সঅফিস কাঁপানো কালজয়ী এ সিনেমা মুক্তির সঙ্গেই সঙ্গেই সাড়া ফেলেছিল ভারতজুড়ে।

দিলীপ কুমার ও মধুবালা জুটির সাড়াজাগানো চরিত্র সেলিম-আনারকলির প্রেমকাহিনি আজও ভুলতে পারেনি দর্শক! সেলিম চরিত্রে দিলীপ কুমারের অনবদ্য অভিনয় তাকে চিরস্মরণীয় করে রেখেছে।

৩. কোহিনূর (১৯৬০):

দিলীপ কুমার ও মীনা কুমারী জুটির সাড়াজাগানো ছবি ‘কহিনূর’ দিয়ে আবারও বাজিমাৎ করেন দিলীপ কুমার।

‘ট্র্যাজেডি কুইন’খ্যাত মীনা কুমারী ও ‘মেথড অ্যাক্টিং’-এর জন্য বিখ্যাত দিলীপ কুমার জুটির এ বিয়োগান্তক প্রেমের সিনেমাটি  সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয় তাকে।

শোনা যায়, এ সিনেমার চরিত্রের সঙ্গে দিলীপ কুমার এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে পরবর্তীতে বিষন্নতা রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। এর জন্য দীর্ঘদিন ডাক্তারের পরামর্শে ওষুধও সেবন করতে হয়েছিল তাকে।

৪. রাম অউর শ্যাম (১৯৬৭):

মুমতাজ, ওয়াহিদা রেহমান, প্রাণ, নিরূপা রায় প্রমুখ অভিনীত এ সিনেমায় জমজ ভাই রাম ও শ্যাম-এর চরিত্রে অভিনয় করেন দিলীপ কুমার।

প্রেম ও বিরহের গল্পে জনপ্রিয়তা পাওয়া দিলীপ কুমারকে এ সিনেমায় কমেডি চরিত্রে বাজিমাৎ করতে দেখা গেছে! এ সিনেমায় দ্বৈত চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন তিনি।

৫. শক্তি (১৯৮২):

কেবল রোমান্টিক বা সামাজিক গল্প নয় অ্যাকশন ও থ্রিলার সিনেমাতেও প্রতিভার স্বাক্ষর রাখেন দিলীপ কুমার।

রমেশ সিপ্পি পরিচালিত সাড়াজাগানো অ্যাকশন থ্রিলার ‘শক্তি’তে পুলিশ কমিশনার অশ্বিনী কুমার চরিত্রে দর্শকমন জয় করেন তিনি।

দিলীপ কুমার ছাড়াও এতে অভিনয় করেন অমিতাভ বচ্চন, অনিল কাপুর, রাখি, স্মিতা পাতিলসহ আরও অনেকে।