বিজয় দিবসে দুই নাটক নিয়ে দিল্লিতে প্রাঙ্গনেমোর

মহান বিজয় দিবস উপলক্ষে প্রাঙ্গনেমোর থিয়েটার দিল্লিতে মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের দু’টি নাটক।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2017, 01:02 PM
Updated : 10 Dec 2017, 01:02 PM

নাট্যদল প্রাঙ্গণেমোর নিউ দিল্লির ইমপ্রেসারিও এন্ড হ্যাবিটাট সেন্টারের আমন্ত্রণে তাদের দর্শক-নন্দিত দুটি নাটক নিয়ে দিল্লি যাচ্ছে। এ লক্ষ্যে ১৩ ডিসেম্বর তারা দেশ ছাড়বে বলে জানিয়েছে দলটির অন্যতম নির্দেশক ও অভিনেত্রী নুনা আফরোজ।

তিনি জানান, দিল্লির গ্রিনরুম থিয়েটার-এর কারিগরি সহযোগিতায় ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সন্ধ্যায় মঞ্চায়িত হবে ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটি। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

১৭ ডিসেম্বর মঞ্চায়িত হবে তাদের আরেকটি প্রযোজনা ‘ঈর্ষা’। সৈয়দ শামসুল হকের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা।

এ প্রসঙ্গে নূনা আফরোজ গ্লিটজকে বলেন, “এর আগে আমরা দিল্লি গ্রীন রুম থিয়েটার এর আমন্ত্রনে ‘আমি ও ররবীন্দ্রনাথ’ নাটকের প্রদর্শনী করেছি এবং দর্শকের তুমুল প্রশংসা পেয়েছি। প্রাঙ্গণেমোর এবারও ‘ঈর্ষা’ এবং ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটক দুটি প্রদর্শনী করে দিল্লির দর্শকের মন জয় করেই ফিরবে, এ আমার বিশ্বাস।”

‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হীরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত এবং ‘ঈর্ষা’ নাটকটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, নূনা আফরোজ ও অনন্ত হীরা।