বিয়ের খবর উড়িয়ে দিলেন আনুশকার মুখপাত্র
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2017 07:21 PM BdST Updated: 07 Dec 2017 07:21 PM BdST
ডিসেম্বরে বিয়ে করছেন না বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সম্প্রতি প্রকাশিত বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন আনুশকার মুখপাত্র।
মুম্বাই মিরর জানায়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসছেন আলোচিত তারকা জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা- বুধবার ভারতের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদে নড়ে-চড়ে বসেছিলেন ‘বিরুশকা’ ভক্তরা।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবরটিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিলেন আনুশকার মুখপাত্র।
ডিসেম্বরের ১১ থেকে ১৩ তারিখের ভেতর মিলানে বিয়ের পিঁড়িতে বসছেন বিরাট ও আনুশকা। বুধবার বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এমনই খবর। এমনকি নিজেদের বিয়ের প্রস্তুতি নিতে অন্যান্য বিয়ের দাওয়াতেও যাচ্ছেন না তারা- এমনও বলা হয়েছিল প্রকাশিত প্রতিবেদনে।
গতবছর ডিসেম্বরে একসঙ্গে নববর্ষের ছুটি কাটাতে যাওয়া বিরাট-আনুশকাকে নিয়ে ‘আংটি বদল’-এর খবর ছাপা হয়েছিল। পরবর্তীতে সেটাও গুজব বলেই প্রমানিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় আনুশকাকে নিজের ‘প্রিয়তমা’ হিসেবে দাবী করলেও, এ নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছেন আনুশকা!
সম্প্রতি ক্রিকেটার জহির খান ও বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের বিয়েতে হাতে হাত ধরে উপস্থিত হতে দেখা গেছে বিরাট ও আনুশকাকে। এছাড়াও টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতই একসঙ্গে দেখা যায় তাদের।
তবে, বিয়ের পিঁড়িতে কবে বসছেন তারা? - এ বিষয়ে পরিষ্কার কোনো জবাব দেননি দুজনের কেউই!
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি