রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত শশী কাপুর

সোমবার মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান বলিউড অভিনেতা শশী কাপুর। মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে এ খ্যতিমান অভিনেতাকে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2017, 03:41 PM
Updated : 6 Dec 2017, 03:57 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মঙ্গলবার বেলা ১২টায় ভারতের তিন রঙা পতাকায় মোড়া শশী কাপুরের মৃতদেহ নিয়ে আসা হয় তার বাড়িতে। সেখানে তাকে এক নজর দেখতে ও শেষ শ্রদ্ধা জানাতে উপচে পড়ে সহকর্মী ও শুভাকাঙ্খীরা।

উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, আমির খান, সাইফ আলী খান, সলিম খান, নাসিরউদ্দিন শাহ প্রমুখ।

ছিলেন কাপুর পরিবারের সদস্য ঋষি কাপুর, রণবীর কাপুর। শশী কাপুরের দুই ছেলে কুনাল ও করণ কাপুর এবং মেয়ে সাঞ্জনা কাপুর।

মঙ্গলবার বেলা একটা নাগাদ মুম্বাইয়ের সান্তাক্রুজ সিমেট্রিতে তার শেষকৃত্য সম্পন্ন হয় ।

সোমবার বিকেল ৫টা ২০মিনিটে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ষাট ও সত্তর দশকের জনপ্রিয় অভিনেতা শশী কাপুর।

২০১৪ সালে বাইপাস সার্জারির পর থেকেই বক্ষ সংক্রমণজনিত রোগে ভুগছিলেন তিনি। এ রোগের কারণেই মৃত্যু হয়েছে এ খ্যাতিমান অভিনেতার, বলে নিশ্চিত করেছেন তার ভাতুষ্পুত্র রনধীর কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

‘ধর্মপুত্র’, ‘বেনজির’, ‘ওয়াক্ত’, ‘প্যায়ার কা মওসুম’, ‘হাসিনা মান জায়েগি’, ‘হীরা অউর পাত্থর’, ‘সিলসিলা’ সহ প্রায় ১১৬টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকারের সম্মানজনক ‘দাদা সাহেব ফালকে’ (২০১৫) ও ‘পদ্ম ভূষণ’ (২০১১) পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।