এলো অবসকিওরের নতুন অ্যালবাম ‘স্টপ জেনোসাইড’

প্রকাশিত হলো অবসকিওর ব্যান্ডের ১২তম অ্যালবাম ‘স্টপ জেনোসাইড’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2017, 01:05 PM
Updated : 5 Dec 2017, 01:05 PM

বিশ্বজুড়ে গণহত্যা বন্ধে বাংলাদেশে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন অবসকিওর ব্যান্ড। গানে গানে রোহিঙ্গাদের মতোই বিশ্বজুড়ে গণহত্যার শিকার মানুষের জন্য দলটি গান বেঁধেছে।

 ‘স্টপ জেনোসাইড’ শিরোনামের গানটি মুক্তি পেয়েছে গত অক্টোবরে। এবার মুক্তি পেলো একই শিরোনামে দলটির ১২তম অ্যালবাম।

শুধু রোহিঙ্গা ইস্যুই নয়, নতুন অ্যালবামে অনেকটাই দেশপ্রেমের পরিচয় মিলেছে তাদের গানে। নতুন অ্যালবামে গান রয়েছে ৭১-এ নিখোঁজ হওয়া কথাসাহিত্যিক শহীদ জহির রায়হান, শহীদ আলতাফ মাহমুদকে নিয়েও। নায়িকা সুচিত্রা সেনকে নিয়েও রয়েছে একটি গান ।

নতুন ৮টি গানের শিরোনাম- হয়তো তোমায়, স্টপ জোনোসাইড, সুচিত্রা সেন, জানি কি জানো না, তুমি ঠিক চলে এসো, বড় একাকী, কৃষ্ণকলি ও আলতাফ।

গত ১ ডিসেম্বর অবসকিওর ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানগুলো প্রকাশিত হয়। অবসকিওরের প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু বলেন “বিশ্বের সব গণহত্যার বিরুদ্ধে আমাদের সোচ্চার প্রতিবাদস্বরূপ এই ‘স্টপ জেনোসাইড’ গানটি। গানটির নামেই অ্যালবামের নামকরণ করা হয়েছে। আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, আইটিউনস, সাভন ও গুগল প্লে স্টোরসহ বেশ কিছু অনলাইন প্লাটফর্মে এটি পাওয়া যাবে।”

অ্যালবামের গানগুলো লিখেছেন কলকাতার কবি অমিত গোস্বামী, বাংলাদেশের তানজিল ও মোস্তফা মাহমুদ।