জাহিদ হাসান যখন ‘আবহাওয়াবিদ’

ছোটপর্দার জন্য নির্মিত হলো নাটক ‘আবহাওয়াবিদ’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2017, 12:50 PM
Updated : 5 Dec 2017, 12:50 PM

বড়পর্দায় চলছে দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘হালদা’। নাটকেও সমান ব্যস্ত এ অভিনেতা। সম্প্রতি তিনি অভিনয় করলেন আল নাহিয়ান-এর রচনা ও সোহেল রানা ইমনের পরিচালনায় নির্মিত ‘আবহাওয়াবিদ’ নাটকে।

জাহিদ হাসান হতে চান ‘আবহাওয়াবিদ’। তিনি এ বিষয়ে খুবই সিরিয়াস। হয়েছেনও তাই। গ্রামের একমাত্র আবহাওয়াবিদ হিসেবে তাকে সবাই চেনে।

তবে গ্রামবাসীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা কতটুকু সে বিষয়ে অনেকেরই আছে প্রশ্ন। একদল লোক তাকে স্বীকৃতি দিতে নারাজ। 

জাহিদ হাসানের মনোবল দৃঢ়। তার বিশ্বাস তিনি অবশ্যই আবহাওয়া সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত। এমনই কাহিনি নিয়ে এগিয়ে চলে একক নাটক ‘আবহাওয়াবিদ’।

নাটকটির রচয়িতা আল নাহিয়ান বলেন, “জাহিদ হাসান অভিনীত আমার লেখা প্রথম নাটক এটি। নাটকটিতে কাজ করার সময় জাহিদ ভাইয়ের অভিনয়শৈলীতে প্রতি মুহূর্তে বুঁদ হয়ে ছিলাম। একটি দৃশ্যে অভিনয়ের সময় পুরো শুটিং সেটকে তিনি একাই কাঁদিয়েছেন। প্রচারের পর দর্শকরাই তাদের মতামত দেবেন।”

পূবাইলের একটি শুটিং হাউজে সম্প্রতি শেষ হয়েছে নাটকটির কাজ। এ নাটকে জাহিদ হাসান ছাড়াও আরো অভিনয় করেছেন ফারহানা মিলি, শিখা কর্মকার, টুনটুনি, সিদ্দিক মাস্টার, এমিলা হক, আল আমিন, জান্নাতুল ফেরদৌস এবং আরো অনেকে।

নির্মাতা জানান, শীঘ্রই একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।