
শশী কাপুরের সিনেমার সেরা পাঁচ গান
গ্লিটজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2017 10:10 PM BdST Updated: 05 Dec 2017 01:55 AM BdST
সোমবার বিকাল ৫টা ২০ মিনিটে পৃথিবী ছেড়ে চলে গেলেন সত্তর ও আশির দশকের সাড়া জাগানো ভারতীয় অভিনেতা শশী কাপুর। ‘কাভি কাভি’, ‘সিল সিলা’, ‘বেনজির’, ‘দিওয়ার’, ‘আ গলে লাগ যা’ সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার এ অভিনেতার সেরা পাঁচ সিনেমার গান নিয়ে সাজানো হয়েছে এ বিশেষ প্রতিবেদন।
Related Stories
১. কাভি কাভি মেরে দিল মে:
যশ চোপড়া পরিচালিত ১৯৭৬ সালের রোমান্টিক হিন্দি সিনেমা ‘কাভি কাভি’র এ গানটিতে বিয়ের সাজে দেখা গেছে শশী কাপুর ও রাখি গুলজারকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।
সাহির লুধিয়ানভির কথায়, লতা মুঙ্গেশকর ও মুকেশের কন্ঠে চমৎকার এ গানটির আবেদন কখনও ফুরানোর নয়।
২. ক্যাহ দু তুমহে:
১৯৭৫ সালের সাড়াজাগানো ‘দিওয়ার’ সিনেমার এ রোমান্টিক গানটি আজও জনপ্রিয় শ্রোতা মহলে। গানটিতে শশী কাপুর ও নীতু সিংয়ের সুন্দর রসায়ন মন কেড়েছে দর্শকের।
লতা মুঙ্গেশকর ও কিশোর কুমারের গাওয়া অসাধারণ এ গানটি সম্প্রতি রিমেক করা হয়েছে ‘বাদশাহো’ সিনেমায়।
৩. অ্যায় মেরে বেটে:
শর্মিলা ঠাকুর ও শশী কাপুর অভিনীত ‘আ গালে লাগ যা’ (১৯৭৩) সিনেমার এ গানটিতে বাবা-ছেলের ভালোবাসার সুন্দর উপস্থাপণ চোখে পড়ার মতো।
কিশোর কুমার ও সুষমা শ্রেষ্ঠার দ্বৈত কন্ঠে গাওয়া এ গানটি শশী কাপুরের অন্যতম সেরা সিনেমার গান হিসেবে বিবেচিত।
৪. না কোয়ি দিল মে সামায়া:
আর.ডি বর্মনের সংগীতায়োজনে কিশোর কুমারের গায়কীতে বিরহের এ গানটি দর্শক মহলে সাড়া ফেলেছে। এ গানটিও মনমোহন দেশাই পরিচালিত ১৯৭৩ সালের হিন্দি রোমান্টিক ‘আ গালে লাগ যা’ সিনেমার।
৫. এক রাস্তা হ্যায় জিন্দেগি:
যশ চোপড়া পরিচালিত ১৯৭৯ সালের জনপ্রিয় সিনেমা ‘কালা পাত্থার’-এর এ গানটিতে মোটর বাইকে চেপে ঘুরে বেড়ানো শশী কাপুরের সতেজ ও চঞ্চল অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।
কিশোর কুমার ও লতা মুঙ্গেশকরের গাওয়া এ গানে শশী কাপুরের বিপরীতে দেখা গেছে অভিনেত্রী রাখিকে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- আরও ৩টি ব্যাংক অনুমোদন
- স্মিথের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য
- কাশ্মীরের পুলওয়ামায় ৪ ভারতীয় সৈন্য নিহত
- মাহমুদউল্লাহ-বোল্টের শাস্তি
- ছেলে সন্তানের জন্ম দিলেন আইএসের শামীমা বেগম
- অবশেষে হচ্ছে বিপিএলের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
- আমিরাতের সঙ্গে চার সমঝোতা স্মারক, বড় বিনিয়োগের আশা
- প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রমিক মাশরাফি-মাহমুদউল্লাহর
- মাহমুদুলের সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ জয়
- বিশ্ব ইজতেমা একদিন বাড়ল, আখেরি মোনাজাত মঙ্গলবার