‘ডন-থ্রি’তে কেন প্রিয়াঙ্কার পরিবর্তে দীপিকাকে চাইছেন শাহরুখ?
গ্লিটজ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2017 10:24 PM BdST Updated: 23 Nov 2017 10:24 PM BdST
সাড়াগাগানো এ অ্যাকশন থ্রিলার ‘ডন’ ও ‘ডন-টু’ দিয়ে পর্দা কাঁপিয়েছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি। এবারে এ সিরিজের তৃতীয় কিস্তি ‘ডন-থ্রি’ থেকে বাদ পড়তে চলেছেন সাবেক বিশ্বসুন্দরী!
অভিতাভ বচ্চন ও জিনাত আমান অভিনীত ১৯৭৮ সালের জনপ্রিয় সিনেমা ‘ডন’ এর পুনঃনির্মাণ ‘ডন: দ্য চেইস বিগিন্স এগেইন’ দিয়ে সাড়া ফেলেছিলেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া জুটি। ২০০৬ সালের এ সাড়াজাগানো সিনেমার পর দ্বিতীয় কিস্তি ‘ডন-টু’তেও বাজিমাৎ করেন এ জুটি। তবে এ ছবির শুটিং চলাকালে শাহরুখের সঙ্গে প্রেমের গুজব ওঠে প্রিয়াঙ্কার। এরপর তা গড়ায় অনেক দূর! এমনকি এ ঘটনার কারণে শাহরুখের সঙ্গে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায় সাবেক বিশ্বসুন্দরীর।
ফিল্মফেয়ার এর প্রতিবেদন জানায়, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির অন্যান্য সিনেমার মতো ‘ডন-থ্রি’ও পরিচালনা করবেন তারকা পরিচালক ফারহান আখতার। ‘ডন’ সিরিজের সাফল্যের কথা মাথায় রেখে শাহরুখের বিপরীতে প্রিয়াঙ্কাকেই নেওয়া কখা ভেবেছিলেন তিনি। কিন্তু বাঁধ সাধেন স্বয়ং শাহরুখ! প্রিয়াঙ্কা নয় ‘জংলি বিল্লি’ রোমা’র চরিত্রে দীপিকাকেই চাইছেন কিং খান!
কেন ‘ডন’ সিরিজের দর্শকপ্রিয় ‘বিজয়-রোমা’ জুটি ভাঙতে চাইছেন শাহরুখ? পুরনো প্রেমের গুজব ধামাচাপা দিতেই কি তবে ছবি থেকে প্রিয়াঙ্কাকে বাদ দিতে চাইছেন তিনি? জবাব দিয়েছেন ‘রইস’ তারকা নিজেই। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া শাহরুখ-দীপিকা জুটির পর্দা রসায়নই নাকি বেশি পছন্দ দর্শকের। আর সে কারণেই ‘ডন-থ্রি’র আবেদনময়ী রোমা চরিত্রে ‘পিগি চপস’ নয় বরং ‘ডিপ্পি’কেই চাইছেন বলিউড বাদশাহ!
তবে শাহরুখ যাই বলুক না কেন সম্প্রতি এক মার্কিন তারকালাপ অনুষ্ঠানে প্রাক্তন প্রেমিকের জ্যাকেট পরে উপস্থিত হয়েছেন বলে ঘোষণা দেওয়া্ প্রিয়াঙ্কার পরনের ‘চামড়ার জ্যাকেট’টি ছিলো শাহরুখেরই- এমনটাই মনে করছেন সবাই! ছবি থেকে প্রিয়াঙ্কার বাদ পরার কারণ হিসেবেও এই ঘটনাকেই দায়ী করছেন সকলে।
এ মুহূর্তে মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ এর ‘সিজন থ্রি’ এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। সামনেই তাকে দেখা যাবে ‘আ কিড লাইক জেইক’ ও ‘ইজেন্ট ইট রোমান্টিক’ নামের দুই হলিউড সিনেমায়। অন্যদিকে ‘পদ্মাবতী’ বিতর্ক নিয়ে এ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দীপিকা পাড়ুকোন। এছাড়াও শাহরুখের বিপরীতে আনন্দ এল রাই’য়ের নতুন সিনেমায় দেখা যাবে তাকে।
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি