স্বেচ্ছায় ‘পদ্মাবতী’র মুক্তি পেছালেন নির্মাতা?

মুক্তি আগে থেকেই নানা কারণে বিতর্কিত সিনেমা ‘পদ্মাবতী’। সম্প্রতি স্বেচ্ছায় মুক্তির তারিখ পিছিয়ে আবারও আলোচনায় সঞ্জয় লীলা বনসালীর ঐতিহাসিক এ সিনেমা।

‌গ্লিটজ প্র‌তিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 02:42 PM
Updated : 20 Nov 2017, 02:42 PM

উগ্রপন্থী ধর্মীয় সংগঠন শ্রী রাজপুত করনি সেনাদলের পর চিতোর রাজপরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ তোলা হয় দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও রণবীর সিং অভিনীত এ সিনেমার বিরুদ্ধে। ইতিহাস বিকৃতি, রাজপুত নারী ও রাণী পদ্মিণীর চরিত্রকে ভুলভাবে উপস্থাপণ ও দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর সঙ্গে রাণীর রোমান্টিক স্বপ্নদৃশ্য রাখা সহ একাধিক কারণে সিনেমাটি নিষিদ্ধের অভিযোগ তোলা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ১ ডিসেম্বর মুক্তির দিন নির্ধারিত থাকলেও শেষ সময়ে এসে তা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সিনেমা কতৃপক্ষ।  মুক্তির শেষ সময়ে এসেও সেন্সর সনদপত্র হাতে না পাওয়া, ‘পদ্মাবতী’র বিরুদ্ধে জয়পুরে লাগাতার আন্দোলন ইত্যাদি নানা কারণেই ছবি মুক্তির তারিখ পিছিয়েছে নির্মাতা কতৃপক্ষ- ধারণা করা হচ্ছে এমনটাই।

এদিকে সেন্সর সনদ পাওয়ার আগেই সাংবাদিকদের নিয়ে ‘পদ্মাবতী’র প্রদর্শণ ক্ষুব্ধ করেছে ভারতের  সেন্সরবোর্ড প্রধান প্রসূণ যোশিকে। এ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “সেন্সর সনদ হাতে না পেয়েও এভাবে সিনেমা প্রদর্শন উচিৎ নয়। এ বিষয়ে সিনেমা কতৃপক্ষের সচেতন হওয়া উচিত ছিলো।”

সব মিলিয়ে বেশ চাপের মুখেই রয়েছে ঐতিহাসিক সিনেমা ‘পদ্মাবতী’। নতুন তারিখ ঘোষণা না হওয়া অবধি ‘পদ্মাবতী’র মুক্তি নিয়ে সংশয় কাটছে না।