যাচ্ছে ‘বসগিরি’ আসছে ‘ইয়েতি অভিযান’

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে প্রদর্শিত হতে যাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘ইয়েতি অভিযান’। অন্যদিকে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 05:13 PM
Updated : 19 Nov 2017, 05:13 PM

সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে নির্মিত ‘ইয়েতি অভিযান’ মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। চলচ্চিত্রটি ২৪ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশের ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম। ছবিটি ২২ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পায়।

অন্যদিকে একই চুক্তির আওতায় কলকাতায় প্রদর্শিত হতে যাচ্ছে শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ চলচ্চিত্রটি। দেশের পর্দায় সফল চলচ্চিত্রটি ডিসেম্বরের শুরুতেই কলকাতায় সিনেমা হলে প্রদর্শিত হবে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন নির্মাতা রনি।

তিনি বলেন, “সাফটা চুক্তির আওতায় ‘বসগিরি’ মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। বিষয়টি চূড়ান্ত। শুধু তাই নয়, চলচ্চিত্রটি মালয়েশিয়াতেও মুক্তি পাবে। ১৭ নভেম্বর এটি মালয়েশিয়া সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। ‘বসগিরি’ কলকাতা ও মালয়েশিয়ার দর্শকদের কাছেও দর্শকপ্রিয়তা পাবে বলে আশা করছি।”

শাকিব খান ও বুবলি অভিনীত বসগিরি বাংলাদেশে মুক্তি পায় ২০১৬ সালে।